শিরোনাম
শনি. জানু ৩১, ২০২৬

আগামী সাত দিনের মধ্যে উমপুনের ত্রাণের কাজ শেষ করার নির্দেশ মুখ্যমন্ত্রীর

আগামী সাত দিনের মধ্যে উমপুনের ত্রাণ দেওয়ার প্রক্রিয়া শেষ করতে হবে। মঙ্গলবার নবান্ন থেকে প্রশাসনিক বৈঠকে এমনটাই নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে আগামী তিন দিনের মধ্যে উমপুন ঘূর্ণিঝড়ের ক্ষতিপূরণ দেওয়ার কাজ শেষ করার কথা বললেও পরে সেই সময় বাড়িয়ে সাতদিন করেন তিনি।

উমপুনের ত্রাণ দেওয়া নিয়ে শাসক দলের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। ত্রাণ দেওয়া নিয়ে শাসক দল স্বজন পোষণ করেছেন এমন অভিযোগও রয়েছে। এরপরেই পুনরায় কারা ক্ষতিগ্রস্ত অথচ ত্রাণ পাননি এমন ব্যক্তিদের তালিকা তৈরি করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই কাজ কতটা বাকি তা খতিয়ে দেখে এদিন বকেয়া কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেন তিনি।

মঙ্গলবার দুই বর্ধমান, বাঁকুড়া পুরুলিয়া বীরভূমের সঙ্গে প্রশাসনিক বৈঠকে মমতা জানান, ” উমপুনের ক্ষতিপূরণ দেওয়ার কাজ তিন চার দিনের মধ্যে শেষ করতে হবে।” এরপরেই মুখ্য সচিব রাজীব সিনহা বলেন, ক্ষতিপূরণের তালিকা তৈরি করার কাজ আরও ১-২ শতাংশ বাকি আছে। তখনই মুখ্যমন্ত্রী সেই সময় সীমা বাড়িয়ে সাতদিন করেন। তবে শুধু উমপুন ত্রাণ নয়। রাজ্যের সব বকেয়া প্রকল্পই সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে চান মুখ্যমন্ত্রী।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *