শিরোনাম
শনি. জানু ৩, ২০২৬

আত্মহত্যা প্রবণতার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান বিশ্বে দশম

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য আজ প্রকাশিত হয়েছে। আজ ভার্চুয়ালি পালিত হয়েছে আন্তর্জাতিক আত্মহত্যা প্রতিরোধ দিবস। প্রতিবছর ১০ সেপ্টেম্বর এ দিবসটি পালিত হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘সবাই মিলে একসঙ্গে আত্মহত্যা প্রতিরোধ করবো’। আত্মহত্যা প্রবণতার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান বিশ্বে দশম।

জাতীয় মানসিক ইন্সটিটিউট ও হাসপাতালে কর্মরত মনোবিজ্ঞানী মোহাম্মদ ফারুক আলম এ তথ্য জানান। তিনি বলেন, প্রত্যেক আত্মহত্যাকারীই মৃত্যুর আগে একজন মানসিক রোগী হন। জাতীয় মানসিক ইন্সটিটিউট ও হাসপাতালের হিসাব অনুযায়ী, বর্তমানে জনসংখ্যা ১৮ কোটি হিসাব করলে দেখা যাচ্ছে প্রায় ২ কোটি ৬৭ লাখ মানসিক অসুস্থতায় ভুগছেন। উল্টোদিকে মানসিক রোগ বিশেষজ্ঞ চিকিৎসক আছেন মাত্র ৩০০-এর কিছু বেশি। যা প্রয়োজনের তুলনায় অনেক কম। ফলে সবার চিকিৎসাসেবা নিশ্চিত করাটা বেশ দুরূহ।

তিনি বলেন, ডাক্তারের সংখ্যা এবং আক্রান্তের সংখ্যা হিসাব করলে পাওয়া যায়, প্রায় ৮০ হাজার রোগীর চিকিৎসার জন্য রয়েছেন মাত্র একজন বিশেষজ্ঞ চিকিৎসক।

ডা. ফারুক বলেন, সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা বৃদ্ধি বিষয়ে মনোযোগ দিতে হবে। ক্লিনিক্যাল সাইক্লোজিস্টসহ বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা বাড়াতে হবে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *