শিরোনাম
বৃহঃ. জানু ২২, ২০২৬

আদানি গ্রুপকে পশ্চিমবঙ্গের তাজপুর বন্দর তৈরির ছাড়পত্র দিল রাজ্য মন্ত্রিসভা

পশ্চিমবঙ্গ নিউজ ডেস্ক: আদানি গ্রুপকে ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগে পশ্চিমবঙ্গের তাজপুর বন্দর তৈরির ছাড়পত্র দিল রাজ্য মন্ত্রিসভা। সোমবার পশ্চিমবঙ্গের মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তে সিলমোহর দেওয়া হয়েছে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এই সিদ্ধান্তের ফলে নতুন সমুদ্র বন্দর গড়ার দায়িত্ব পেলেন আদানি গোষ্ঠী। ফলে তাজপুরে সমুদ্র বন্দর নির্মাণের কাজ আরও এক ধাপ এগিয়ে গেল।

মন্ত্রিসভার বৈঠক শেষে বিধানসভায়পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন- অনেক দিন ধরেই তাজপুরে বন্দর করার জন্য টেন্ডার ও ডিপিআর প্রসেস চলছিল। দু’জন অংশগ্রহণ করেছিল এ বিষয়ে। তাজপুর বন্দর করতে সর্বোচ্চ দরপত্র দিয়েছে আদানি গোষ্ঠী।

প্রসঙ্গত, এবছর বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন থেকেই তাজপুর বন্দরে আদানিদের বিনিয়োগ নিয়ে কথা চলছিল। এই দিন মন্ত্রিসভায় সর্বসম্মতভাবে এই প্রকল্প আদানি গ্রুপকে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারাই নির্মাণের পর যাবতীয় পরিকাঠামো গড়ে তুলবে। এক্ষেত্রে ওই বন্দরে কর্মসংস্থানের দায়িত্ব তাদেরই। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন শীঘ্রই আদানিদের হাতে ‘লেটার অফ ইনটেন্ড’ তুলে দেওয়া হবে।

তাজপুরে এই সমুদ্র বন্দরটি নিয়ে রাজ্যের প্রস্তাব অনেক দিনের আগের। কিন্তু কেন্দ্র-রাজ্য টালবাহানায় দীর্ঘদিন ধরে তা আটকে ছিল। অবশেষে রাজ্য জানায় তারাই এই বন্দরের জন্য জমি দেবে। এরপর জাতীয় ও আন্তর্জাতিক স্তরে দরপত্র চাওয়া হয়। এরপর একাধিক দরপত্র জমা পড়ে। তার মধ্যে থেকেই আদানি গোষ্ঠীকে বেছে নেওয়া হল বলে জানা গেছে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *