বিনোদন ডেস্ক: ‘মুক্ত চলচ্চিত্র, মুক্ত প্রকাশ’—এ স্লোগানে শুক্রবার শুরু হচ্ছে ১৬তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে বাংলাদেশসহ ১৩০টি দেশের ৪১৪টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। এর মধ্যে রয়েছে সাম্প্রতিক সময়ে কান, বার্লিন, অস্কার, সানড্যান্স, লোকার্নো ও বুসান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ৬০টিরও বেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। শুক্রবার বিকেল সাড়ে চারটায় উৎসবের উদ্বোধন করবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
আজ বুধবার বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের উদ্যোগে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়োজকেরা এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের উৎসবের অন্যান্য আয়োজনের মধ্যে থাকছে বাংলাদেশ প্যানোরমা, আলমগীর কবির মেমোরিয়াল লেকচার, জাতীয় চলচ্চিত্র সংলাপ, আজীবন সম্মাননা প্রদান, ভারতীয় চলচ্চিত্রকার আর ভি রামানির রেট্রোস্পেকটিভ ও মাস্টারক্লাস, সেমিনার, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে বিশেষ প্রামাণ্যচিত্র অধিবেশন।
প্রতিবারের মতো এবারের উৎসবে প্রদর্শিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো থেকে শ্রেষ্ঠ চলচ্চিত্রগুলোকে তিনটি পুরস্কার দেওয়া হবে। হীরালাল সেন আজীবন সম্মাননা পুরস্কার দেওয়া হবে বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা তানভীর মোকাম্মেল ও মানজারে হাসীন মুরাদকে। উৎসবের মূল স্থান শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যশালা মিলনায়তন ও চিত্রশালা মিলনায়তন।
প্রতিদিন বেলা ১১টা, ৩টা, বিকেল ৫টা ও সন্ধ্যা ৭টায় মোট ৪টি করে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। এ ছাড়া জাতীয় জাদুঘর ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভে দেখানো হবে।
আজ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উৎসব পরিচালক সৈয়দ ইমরান হোসেন কিরমানী। আরও উপস্থিত ছিলেন উৎসবের চেয়ারম্যান নাসির উদ্দীন ইউসুফ, প্রামাণ্যচিত্র নির্মাতা মানজারে হাসীন মুরাদ, জাহিদুর রহিম অঞ্জন, জুনায়েদ হালিম, জহিরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান।