মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ তথ্য জানিয়ে বলেছেন, আমারিকা আমাদের বন্ধু রাষ্ট্র। বাইডেন প্রশাসন আমাদের নিয়ে এরকম একটা চিন্তা করেছে, এটা তো অবশ্যই পজিটিভ। বাংলাদেশ ১১ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার ফলে নতুন করে কাউকে আশ্রয় দেওয়ার সুযোগ নেই।
আমরা জিজ্ঞাসা করেছি, আপনারা কোন কোন দেশকে অনুরোধ করেছেন, কতজনের জন্য অনুরোধ করেছেন এবং তারা কতদিন থাকবে। তারা এর কোনও সদুত্তর দিতে পারেনি। আমরা বলেছি ১২ লাখ রোহিঙ্গাকে নিয়ে আমরা বড় কষ্টে আছি।
বিশেষ করে পরিবেশ ক্ষতির সম্মুখীন হয়েছে। বন উজাড় হয়েছে এবং পাহাড় ধংস হয়েছে। এগুলো চাইলেও আর পুষিয়ে উঠা সম্ভব নয়।
এর আগে আফগান নাগরিকদের আশ্রয় দিতে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখান করে বাংলাদেশ। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে ও বাংলাদেশে যুক্তরাষ্ট্রের দূতাবাসের মাধ্যমে এ অনুরোধ জানিয়েছিল দেশটি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আফগানিস্তানের শিক্ষা, স্বাস্থ্য, পয়ঃনিষ্কাশন, মানব সম্পদ, কৃষি, জলবায়ু, দুর্যোগ ও তথ্যপ্রযুক্তি খাতে জ্ঞান বিনিময় করতে আমরা প্রস্তুত। এসব খাতে আমাদের অভিজ্ঞতা আছে। দেশটির যে সরকারই আমাদের কাছে সাহায্য সহযোগিতা চাইবে, তাদেরকেই আমরা সহায়তা করবো।