শিরোনাম
বুধ. ডিসে ১০, ২০২৫

আফ্রিকার জোট ইকোয়াসের হামলার ভয়ে আকাশ বন্ধ করল নাইজার

প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে অবরুদ্ধ করে নাইজারের ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনীর একাংশ। বিষয়টি ভালোভাবে নেয়নি আফ্রিকা অঞ্চলের ১৫ দেশের জোট ইকোয়াস।

জোটটি গত সপ্তাহে হুমকি দেয় রবিবারের (৬ আগস্ট) মধ্যে বাজুমকে ক্ষমতায় পুনর্স্থাপন করতে হবে- তা নাহলে তাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালানো হবে।

ইকোয়াসের বেঁধে দেওয়া সময় রবিবার শেষ হয়েছে। যেকোনো ধরনের সামরিক অভিযান ঠেকাতে নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে নাইজারের জান্তা। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ দেখাচ্ছে, বর্তমানে নাইজারের আকাশে কোনো বিমান নেই। খবর বিবিসি।

এর আগে পশ্চিম আফ্রিকার দেশগুলোর জোট ইকোয়াস সতর্ক করেছিল যে, রবিবার রাত ১১টার মধ্যে প্রেসিডেন্ট পদে বাজুমকে পুনর্বহাল না করা হলে তারা শক্তি প্রয়োগ করতে পারে।

এদিকে জান্তার একজন মুখপাত্র বলেছেন, নাইজারের সশস্ত্র বাহিনী তাদের দেশকে রক্ষা করতে প্রস্তুত।

এদিকে ইকোয়াসের সামরিক অভিযানে মোয়াকাবিলায় রাশিয়ার ভাড়াটে ওয়াগনার গ্রুপের কাছে সহায়তা চেয়েছে নাইজারের জান্তা।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, নাইজারে অভ্যুত্থানকারী সেনা কর্মকর্তা জেনারেল সলিফু মুডি প্রতিবেশী দেশ মালিতে একটি সফরে যান। সেখানে তিনি ওয়াগনারের একজনের সঙ্গে এ বিষয়ে বৈঠক করেছিলেন। সূত্র: আল জাজিরা

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *