শিরোনাম
বৃহঃ. জানু ২২, ২০২৬

আবারও উত্তপ্ত মণিপুর, নারীসহ নিহত ৯

জাতিগত সহিংসতায় ফের উত্তপ্ত হয়ে উঠেছে মণিপুর। নতুন সহিংসতা শুরু হওয়ার পর গেলো ২৪ ঘন্টা এক নারীসহ ৯ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ডজনখানেক মানুষ। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, খামেনলোক এলাকায় মঙ্গলবার গভীর রাতে গুলির ঘটনায় হতাহত হয়। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে চিকিৎসার জন্য প্রাদেশিক রাজধানী ইম্ফলের নিয়ে যাওয়া হয়েছে। সহিংসতায় নিহতদের মধ্যে কয়েকজনের শরীরে কাটা দাগ এবং একাধিক বুলেটের আঘাত রয়েছে। একাধিক সূত্র জানিয়েছে, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

জাতিগত সংঘর্ষের কারণে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় এই রাজ্যটিতে এক মাসেরও বেশি সময় ধরে উত্তেজনাপূর্ণ অবস্থা বিরাজ করছে। আর সর্বশেষ এই ঘটনা মণিপুর রাজ্যে শান্তি পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টায় বড় ধাক্কা হিসেবে মনে করা হচ্ছে। এছাড়া গতকাল রাতের ঘটনার পর শিথিল কারফিউ আবারও কঠোর করা হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার গভীর রাতে কুকি জঙ্গিরা খামেনলোকে বেশ কয়েকটি বোমা নিক্ষেপ করে বেশ কয়েকজন গ্রামবাসীকে হত্যা ও আহত করে। অক্ষত গ্রামবাসীরা তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ এলাকায় ছুটে যেতে শুরু করলে অপেক্ষমাণ জঙ্গিরা পলাতক গ্রামবাসীদের ওপর গুলি চালায়। পুলিশ আরও জানিয়েছে, ঘটনার সংবাদ পাওয়ার পরপরই খামেনলোকে অতিরিক্ত সেনা পাঠানো হয়। পরে সেখানে কয়েক মিনিট উভয় পক্ষের মধ্যে গোলাগুলির পর জঙ্গিরা পিছু হটে।

গত মে মাসের ৩ তারিখ থেকেই আদিবাসী মেতাই সম্প্রদায়কে বিশেষ মর্যাদা দেয়া নিয়েই সংঘাতের শুরু। কুকি সম্প্রদায়ের দাবি, এর মধ্য দিয়ে বিভিন্ন ক্ষেত্রে বাড়তি সুযোগ-সুবিধা পাবে মেতাইরা। রাজ্যটিতে চলমান সংঘাতে এরই মধ্যে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শত শত মানুষ। আর বাস্তুচ্যুত হয়েছেন হাজার হাজার মানুষ।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *