ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রাত ২টো ১৭ মিনিটে কেঁপে ওঠে দ্বীপুঞ্জ৷ তবে কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর নেই৷
দিল্লির পর এ বার আন্দামান! ফের ভূমিকম্পে কেঁপে উঠল৷ মঙ্গলবার মধ্যরাতে কম্পন অনুভূত হয় আন্দামানে৷ রাত ২টো ১৭ মিনিটে কেঁপে ওঠে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ৷
রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.৩৷ কম্পনের এপিসেন্টার ছিল আন্দামানের দিগলিপুর থেকে ১১০ কিমি উত্তর-পশ্চিমে৷
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রাত ২টো ১৭ মিনিটে কেঁপে ওঠে দ্বীপপুঞ্জ৷ তবে কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর নেই৷
দিল্লিতেও মাঝে মাঝে মৃদু কম্পন অনুভূত হচ্ছে৷ গত দু মাসে ১২ বার কেঁপে উঠেছে দিল্লি৷ একের পর এক মৃদু কম্পনে বড় ভূমিকম্পের আশঙ্কা করছেন বিজ্ঞানীরা৷
IIT ধানবাদের অধ্যাপক পি কে খানের মতে, গত দু’বছরে ৪.০-৪.৯ মাত্রার ৬৪টি কম্পন হয়েছে রাজনাধী ও সংলগ্ন এলাকায়। ৫ বা তার বেশি মাত্রার ৮টি কম্পন হয়েছে৷ ওয়াদিয়া ইনস্টিটিউটের প্রধান ড. কালাচাঁদ সেইন সংবাদ সংস্থাকে জানিয়েছে, দিল্লি এলাকায় ক্রমাগত কম্পন বড় ভূমিকম্পেরই সংকেত। নিউজ১৮