বিহার নির্বাচনের দামামা বাজিয়ে নীতীশ কুমার শুরু করলেন তাঁর ভার্চুয়াল প্রচার পর্ব । আর এদিন নীতীশ নিজের প্রচারের শুরুতেই বিরোধী শিবির কংগ্রেস, আরজেডি ও তার সঙ্গে এলজেপির পরিবারতান্ত্রিক রাজনাীতি নিয়ে তোপ দাগেন। পাশাপাশি তানি বলেন, গত ১৫ বছরে মুখ্যমন্ত্রীর আসনে বসে তিনি নিজে কী কাজ করেছেন, তার বিচারে যেন নীতীশকে নিয়ে সিদ্ধান্ত নেন বিহারের মানুষ।
সোমবার নীতীশের প্রচারের মূল ফোকাস ছিল বিহারের, ১২ টি নির্বাচনী আসন। বিহারের বাঁকা, মুঙ্গের, এলাকাগুলির ভোটারদের প্রতি বার্তা দেন তিনি। আগামী ২৮ অক্টোবর বিহারের প্রথম দফার নির্বাচনে এই এলাকায় ভোট গ্রহণ হবে। তার আগে এলাকাবাসীকে জেডিইউ , বিজেপি জোট নিয়ে সজাগ করলেন নীতীশ।
এদিন বক্তব্য় রাখতে গিয়ে নীতীশ কুমার বলেন, ‘ মানুষই গণতন্ত্রের কর্তা। দয়া করে আমায় আমার কাজের দ্বারা বিচার করুন। মাথায় রাখুন ২০০ ৫ সালে আমি যখন বিহারের দায়িত্ব নিয়েছিলাম তার আগে বিহার কী ছিল.. কি অবস্থা ছিল এখানের রাস্তা, বিদ্যুত্, ব্রিজের। আর এখন তা কতটা পরিবর্তিত হয়েছে। ‘
এদিন পরিবারতন্ত্র নিয়ে তোপ দাগতে গিয়ে নীতীশ বলেন, এমন বহু রাজনৈতিক দল রয়েছে যারা পরিবার তন্ত্রে বিশ্বাসী। এরপরই তিনি লালু ক্যাম্প ও চিরাগ পাসওয়ানকে টার্গেটে নিয়ে বলেন, ‘আমার জন্য গোটা বিহারই আমার পরিবার। এমন অনেক মানুষ আছেন যাঁরা নিজের ছেলে, মেয়ের কথা ভাবেন রাজনীতিতে।’

