নওশের আলম সুমন, ইউএই: সংযুক্ত আরব আমিরাতের দুটি বাংলাদেশি শিক্ষাপ্রতিষ্ঠানের ২০২১ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় একটিতে শতভাগ ও অন্যটিতে ৯৬ ভাগ শিক্ষার্থী পাস করেছেন।
আবুধাবিতে অবস্থিত শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের পাসের হার ৯৬ দশমিক ৩০ শতাংশ। রাস আল-খাইমাহ বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজের পাসের হার শতভাগ।
আবুধাবি কলেজের অধ্যক্ষ মীর আনিসুল হাসান ও রাস আল খাইমাহ স্কুলের অধ্যক্ষ মুহাম্মদ হাবীবুর রহমান ঢাকা পোস্টকে এ তথ্য জানান।
দুইটি স্কুলে পরীক্ষায় অংশ নিয়েছিল ৪৪ জন শিক্ষার্থী। এদের মধ্যে পাস করেছেন ৪৩ জন। বাকি এক জন ফেল করেছেন।
রাজধানী আবুধাবির শেখ খলীফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে ২৭ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে ২৬ জন পাস করেছেন। আর ফেল করেছে ১ জন। এরমধ্যে ৬ জন জিপিএ-৫, ১৮ জন এ, দুইজন এ- পেয়ে পাস করেছেন।
অন্যদিকে উত্তর আমিরাতের রাস আল খাইমাহ বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল থেকে পরীক্ষায় অংশ নেন ১৮ জন ছাত্র-ছাত্রী। ৬ জন জিপিএ-৫, ১১ জন এ, একজন এ- নিয়ে প্রতিষ্ঠানটি শতভাগ পাস করেছে।