শিরোনাম
শুক্র. জানু ৩০, ২০২৬

আমি কখনো হারি না, বাইডেন কখনোই শক্ত প্রতিদ্বন্দ্বী নয়: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে হার মানতে নারাজ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে দম্ভোক্তি, এবারও তিনিই জয়ী হবেন।

নির্বাচনপূর্ব জরিপে জো বাইডেন এগিয়ে আছে, এমন তথ্য নিয়ে উপহাসও করেন তিনি। দাবি, প্রেসিডেন্ট পদে যোগ্য প্রতিদ্বন্দ্বী নন বাইডেন। জরিপের ফলকে ভুয়া আখ্যা দেন ট্রাম্প। বলেন, ২০১৬ সালের নির্বাচনেও ভুল প্রমাণিত হয়েছিলো এসব জরিপ।

ট্রাম্প বলেন, আমি হারতে পছন্দ করি না এবং আমি কখনো হারিও না। ওসব ভুয়া জরিপকে পাত্তা দেয়ার কিছু নেই। ডেমোক্র্যাটরা বরাবরই প্রচারণায় দুর্বল। বাইডেনকে কখনোই শক্ত প্রতিদ্বন্দ্বী বলে মনেই করিনা।উৎসঃ   যমুনা টিভি

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *