শিরোনাম
বৃহঃ. জানু ২২, ২০২৬

আলহাজ্ব ইদ্রিস মিয়া ও লুৎফর রহমান মোহন এর অকাল মৃত্যুতে ‘শেরপুর ওয়েলফেয়ার এন্ড ডেভেলপমেন্ট এসোসিয়েশন ইউরোপ’ নেতৃবৃন্দের শোক প্রকাশ

শেরপুরের বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী ইদ্রিস গ্রুপ অব কোম্পানীর চেয়ারম্যান ও শেরপুর ওয়েলফেয়ার এন্ড ডেভেলপমেন্ট এসোসিয়েশন ইউরোপের অপারেশন আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক আলহাজ্ব ইদ্রিস মিয়া এবং শেরপুর পৌরসভার সাবেক দুই বারের চেয়ারম্যান, জেলা বাস কোচ মালিক সমিতির সাবেক সভাপতি, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও শেরপুর ওয়েলফেয়ার এন্ড ডেভেলপমেন্ট এসোসিয়েশন ইউরোপের অপারেশন আহবায়ক কমিটির সদস্য সচিব লুৎফর রহমান মোহন এর অকাল মৃত্যুতে শেরপুর ওয়েলফেয়ার এন্ড ডেভেলপমেন্ট এসোসিয়েশন ইউরোপের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন।

এক শোক বার্তায় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ বলেন, আলহাজ্ব ইদ্রিস মিয়া ও লুৎফর রহমান মোহন সাহেবের শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানানোর ভাষা আমাদের জানা নেই। তবে এই দুঃখের সময় শেরপুর ওয়েলফেয়ার এন্ড ডেভেলপমেন্ট এসোসিয়েশন ইউরোপের পক্ষ থেকে আমরা তাদের পাশে থাকার অঙ্গীকার করছি। আমরা শোকাহত, তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, আল্লাহপাক তাদের জান্নাতবাসী করুন।

উল্লেখ্য, আলহাজ্ব ইদ্রিস মিয়া দীর্ঘদিন ধরে কিডনী, ডায়াবেটিস, উচ্চরক্তচাপসহ নানা রোগে ভুগছিলেন। তিনি সিঙ্গাপুর রানী এলিজাবেথ হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসাধীন ছিলেন। আলহাজ্ব ইদ্রিস মিয়া শেরপুরের তার কোম্পানীর প্রধান কার্যালয়সহ বিভিন্ন অফিস পরিদর্শন শেষে শারীরিক অসুস্থতা বেড়ে গেলে ৯ এপ্রিল তিনি ঢাকায় চলে যান। পরিস্থিতির অবনতি হলে তাকে গত ১২ এপ্রিল সকালে ঢাকা ডাঃ আনোয়ার খান মডার্ণ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি রাত আনুমানিক সোয়া নয়টায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। লুৎফর রহমান মোহন ২১ জুন দিবাগত রাত ১ টা ১৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসায় ইন্তেকাল করেন। মৃত্যুর আগে তিনি চোখের সমস্যাসহ নানা জটিল রোগে ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য তিনি ঢাকায় যাওয়ার কথা ভাবছিলেন। কিন্তু তার আগেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর বিজ্ঞপ্তি

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *