শিরোনাম
শনি. জানু ৩, ২০২৬

আসন্ন মরশুমে আইএসএলে নতুন কোনও দল নয়, সংশয়ে ইস্টবেঙ্গল

কলকাতা: শুক্রবার বিকেলে বিভিন্ন ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছিলেন এফএসডিএল। আর সেখানেই আসন্ন মরশুমে নতুন কোনও দল না নেওয়ার সিদ্ধান্ত নিল ফ্র্যাঞ্চাইজি ফুটবল লিগের আয়োজক কমিটি। স্বাভাবিকভাবেই ২০২০-২১ মরশুমে আইএসএল খেলতে ব্যাপকভাবে সচেষ্ট ইস্টবেঙ্গলের পক্ষে এই সিদ্ধান্ত যে বিরাট ধাক্কা, তা আর বলার অপেক্ষা রাখে না।

আসন্ন মরশুমে নতুন কোনও ফ্র্যাঞ্চাইজির জন্য টেন্ডার দিতে ইচ্ছুক নয় এফএসডিএল। শুক্রবারের বৈঠকে এমনই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানা গিয়েছে। আর এতেই মাথায় হাত ইস্টবেঙ্গল কর্মকর্তাদের। দিনকয়েক আগে পুরনো ইনভেস্টর কোয়েসের সঙ্গে সমস্ত সম্পর্ক বিচ্ছেদ হয়েছে কলকাতা জায়ান্টদের।

কোয়েসের থেকে স্পোর্টিং রাইটস ফিরে পেয়ে ক্লাব লাইসেন্সিং’য়ের জন্য আবেদনের প্রক্রিয়া ইতিমধ্যেই সেরে ফেলেছে তাঁরা। এখন নয়া ইনভেস্টর জোগাড় করে আইএসএল খেলার জন্য মুখিয়ে কলকাতার ক্লাবটি। পড়শি ক্লাব মোহনবাগান এটিকে’র সঙ্গে সংযুক্ত হয়ে নতুন এন্টিটি হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে আইএসএলে। ফলত বসে থাকার পাত্র নয় ইস্টবেঙ্গলও।

তবে শুক্রবার এফএসডিএলের সিদ্ধান্ত অনুযায়ী আরও একবছর আই লিগেই থাকতে হবে লাল-হলুদকে। জানা গিয়েছে, আগামী মরশুমে সূচি তৈরির কাজ চলছে পুরোদমে। অগাস্টের শেষদিকে আসন্ন মরশুমের সূচিও প্রকাশ করবে আইএসএল আয়োজকরা। যদিও ২০১০-২১ মরশুমে আইএসএলের ভেন্যুও চুড়ান্ত নয় এখনও।

আগামী ৭ অগাস্ট ঘোষিত হবে ভেন্যুর নাম। দৌড়ে এগিয়ে রয়েছে কেরল এবং গোয়া। দর্শকহীন গ্যালারিতে আগামী নভেম্বরে শুরু হবে ফ্র্যাঞ্চাইজি ফুটবল লিগ। তার আগে অক্টোবরে একটি ভার্চুয়াল ওয়ার্কশপে অংশ নেবে ফ্র্যাঞ্চাইজিগুলি। যেখানে নির্দেশিকা সংক্রান্ত বিভিন্ন বিষয় প্রস্তাব করার সুযোগ পাবে তাঁরা। এদিকে এফএসডিএলের সিদ্ধান্তে এখনই হাল ছাড়ছেন না ইস্টবেঙ্গল কর্তারা।

ফেডারেশনের হাতে এফএসডিএলের কোনও এক্তিয়ার না থাকায় এখানে ফেডারেশনের বিশেষ কিছু করার নেই। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই ফেডারেশনে দরবার করেছেন ইস্টবেঙ্গলের জন্য। তাই আইএসএল খেলার আশা এখনই ছাড়ছে না ইস্টবেঙ্গল।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *