অসমে আজ বৃহস্পতিবার, বুধবারের তুলনায় করোনার পজিটিভিটির হার আরও কমল।
স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, গত ২৪ঘণ্টায় রাজ্যে ৩৪,৩৭৫টি নমুনা পরীক্ষা হয়েছে। তার মধ্যে নতুন করে করোনা পজিটিভ হয়েছেন ৫০৮ জন। সবচেয়ে বেশি আক্রান্ত বরাবরের মতোই কামরূপ মেট্রোয়। সংখ্যাটি ১০১ জন।
শতাংশের হিসেবে করোনা পজিটিভটি রেট গত কাল ছিল ১.৫৬ শতাংশ। আজ তা আরও কমে ১.৪৮ শতাংশ হয়েছে। এ নিয়ে রাজ্যে মোট ২ লক্ষ তিন হাজার ২৮২ জন করোানায় আক্রান্ত হলেন।
এ দিকে আজ হাসপাতাল থেকে ছাড়া পেলেন ১৫৮৪ জন। এ নিয়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি গেলেন মোট হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১ লক্ষ ৭৭ হাজার ৬৫৯ জন।
এখন পর্যন্ত সুস্থতার হার দাঁড়িয়েছে ৮৭.৩৯ শতাংশ। এখনও সক্রিয় রোগীর হার হয়েছে, ১২.১৬ শতাংশ। এখন রাজ্যে মৃত্যুহার ০.৪৪ শতাংশ।
আজ অসমে মারা গিয়েছেন ৭ জন। এ নিয়ে রাজ্যে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৮৯৬ জন। এ দিন মৃতদের মধ্যে রয়েছেন, লখিমপুরের মার্কোশ ভাটরা (৬০), তিনসুকিয়ার উমা বরুয়া (৫৭), কামরূপ মেট্রোর ধীরেন্দ্রকুমার মিলি (৬৫), যোরহাটের সুনীত বরঠাকুর (৭০), গোলাধাটের মোহেন দত্ত (৬২), রাতুল শর্মা (৬১), শোণিতপুরের খগেন ডেকা (৬৯)।

