পঙ্কজকুমার দেব, হাফলং: অসমের ডিমা হাসাও জেলাকে দেশী বিদেশী পর্যটকদের সঙ্গে আরও বেশি করে পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি পরিযায়ী পাখি অ্যামুর ফ্যালকন নিয়ে সাধারণ জনগণের মধ্যে অধিক সজাগতা গড়ে তুলতেই ২০১৫ সাল থেকে উমরাংশুতে ফ্যালকন ফেস্টিভ্যালের শুভারম্ভ হয়। এবার ৭ বছরে ফ্যালকন ফেস্টিভ্যাল। কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় জাটিঙ্গা ফেস্টিভ্যালের পর এবার উমরাংশুতে ফ্যালকন ফেস্টিভ্যালের প্রস্তুতি তুঙ্গে উঠেছে।
ফেস্টিভ্যালের পৃষ্ঠপোষক উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ। পার্বত্য পরিষদ সুত্রে জানাগেছে ১৯ এবং ২০ নভেম্বর উমরাংশুর গোল্ফ কোর্সে হবে দুই দিবসীয় ফেস্টিভ্যাল। ইতিমধ্যে প্রস্তুতি তুঙ্গে। জানাগেছে জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন নটিয়াল দ্বিতীয় দিন অর্থাৎ ২০ নভেম্বর অনুষ্ঠান পরিবেশন করবেন। এছাড়া স্থানীয় শিল্পীরা ভিন্ন স্বাদের নৃত্য তথা গান পরিবেশন করবেন।আয়োজক সমিতির কর্মকর্তারা জানান জাটিঙ্গা ফেস্টিভ্যালের ন্যায় ফ্যালকন ফেস্টিভ্যাল সম্পূর্ণ কোভিড বিধি মেনে অনুষ্ঠিত হবে।তবে এবারের ফ্যালকন ফেস্টিভ্যাল একটু আলাদা মাপের হবে।
কারণ এই মুহূর্তে পার্বত্য জেলার বিশেষ করে হাফলঙে পর্যটকদের ভিড় পড়েছে। আগাম বুকিং না করলে হোটেল বা গেস্ট হাউসে জায়গা মিলছে না। এহেন অবস্থায় এবারের ফেস্টিভ্যালে নতুনত্ব আনতে পর্যটকদের জন্য থাকবে হেলিকপ্টার ট্যুরিং। এছাড়া থাকবে সাইক্লিং, বোট রাইড, এটিভি রাইড, ক্যাম্পিং অ্যাণ্ড বন ফায়ার, বার্ডিং, বাইকার্স মিট, অ্যাথনিক ফুড, ব্যাটল অব ব্যাণ্ডস্ এবং মিস গ্র্যাণ্ড ফ্যালকন ইত্যাদি।
অসমের ডিমা হাসাও জেলার জেলা সদর হাফলং থেকে ১২৭ কিলোমিটার দূরত্বে অবস্থিত উদ্যোগ নগরী উমরাংশু। আর শহরের অদূরে অনুষ্ঠিত হবে সপ্তম ফ্যালকন ফেস্টিভ্যাল। উমরাংশুতে পরিযায়ী পাখি আমুর ফ্যালকনরা আসতে শুরু করেছে। সমিতি,কর্মশালাও হয়েছে।
এর আগে একটি গোষ্ঠী আমুর ফ্যালকন মাংসের জন্য হত্যা করত। এতে শিকারীরা এয়ারগান বা গুলতির ব্যবহার করতেন। তবে বন বিভাগের নিরলস প্রচেষ্টা এবং সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি সজাগতা গড়ে তোলায় পাখিদের হত্যা অনেকটা হ্রাস পেয়েছে। উমরাংশুর স্থানীয়দের ভাষ্যমতে আমুর ফ্যালকনরা অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ থেকে ধীরে ধীরে আসতে শুরু করে। প্রায় দেড় মাস থাকার পর নভেম্বরের শেষ সপ্তাহে নিজ গন্তব্য স্থলে ফিরে যায়। সাইবেরিয়া থেকে আসা হাজার হাজার আমুর ফ্যালকন উমরাংশুর নেপকো রিজার্ভারের আশপাশের জঙ্গলে আস্তানা গাড়ে। তবে জাটিঙ্গার ন্যায় উমরাংশুতে এই প্রজাতির পাখিদের আগমন ঘটে তা রহস্যাবৃত। এদিকে আমুর ফ্যালকন দেখতে প্রতিবশী মেঘালয় তথা অসমের ভিন্ন প্রান্তের পক্ষী প্রেমী তথা পর্যটকরা উমরাংশুতে ভিড় জমায়। ইতিমধ্যে উমরাংশুর আমুর ফ্যালকন আসা এলাকায় ডিমা হাসাও জেলা দণ্ডাধীশ পল বরুয়া ভারতীয় দণ্ডবিধির ১৪৪ ধারা বলবৎ করেছেন।
জেলা দণ্ডাধীশের জারি করা ১৪৪ ধারা মতে আমুর ফ্যালকনরা বিশ্রাম করা এলাকায় পাঁচ জনের বেশি ব্যক্তি কোনো বৈধ কারণ ছাড়া ওই এলাকায় প্রবেশ করতে পারবেন না। এয়ারগান, গুলতি এবং নেট ইত্যাদি নিয়ে যাওয়া নিষেধ।

