আসাম নিউজ ডেস্ক: কাছাড় জেলায় উদ্ধার হয়েছে গেনন, ম্যাকাক সহ ১৩টি বিদেশি প্রাণী।
শিলচরে কাছাড়ের ডিভিশনাল ফরেস্ট অফিসার (ডিএফও) আইএফএস তেজস মারিস্বামী এ খবর দিয়ে জানান, আজ বুধবার সকালে দার্বি চা বাগানের স্থানীয়রা বেশ কয়েকটি খাঁচায় বিরল প্রজাতির প্রাণীগুলি দেখে বন দফতরকে খবর দেন। খবর পেয়ে সঙ্গে সঙ্গে কাছাড় জেলা বন দফতরের আধিকারিক-কর্মীদের এক দল গিয়ে চা বাগানের ম্যানেজারের বাংলো থেকে তিনটি আলাদা বাক্সে খাঁচায় বন্দি বিদেশি প্রজাতির মুর ম্যাকাক, গেনন সহ ১৩টি প্রাণী উদ্ধার করেন। ডিএফও বলেন, এ সব প্রাণীকে ভারতে দেখা যায় না। অবশ্যই মায়ানমার সীমান্তের ওপার থেকে এগুলিকে পাচার করা হয়েছে। সম্ভবত এখানে হাত বদল করে দেশের অন্যত্র নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল পাচারকারীদের।
ডিএফও তেজস মারিস্বামী আরও জানান, তিনটি খাঁচায় ওই সব প্রাণীগুলিকে বন্দি করে রাখা ছিল। তিনটি খাঁচা ছাড়াও একটি ছিল খালি। প্রাণীগুলিকে গুয়াহাটি চিড়িয়াখানার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে।
তিনি জানান, এর আগে অসম-মিজোরাম সীমান্তবর্তী এলাকা থেকে কাছাড় পুলিশের অফিসাররা বেশ কয়েকজন পাচারকারীকে বিরল প্রজাতির পাখি, সরীসৃপ ও প্রাণী সহ গ্রেফতার করেছে। এছাড়া গত সপ্তাহে মিজোরামে ১৪০টিরও বেশি বিভিন্ন প্ৰজাতির প্রাণী পাচারকারীদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে।