অভিক চক্রবর্তী: শুক্রবার আসামের ডিব্রুগড়ের চৌকিডিঙ্গি খেলার মাঠে ডিব্রুগড় বইমেলার ১২ তম সংস্করণ শুরু হয়েছে।
ডিব্রুগড়ের নেতৃস্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠন মিলন জ্যোতি সংঘ দ্বারা অল আসাম পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আয়োজিত ১২ দিনের বইমেলা, বিশিষ্ট সাহিত্যিক এবং প্রাক্তন অসম সাহিত্য সভার সভাপতি নগেন সাইকিয়া উদ্বোধন করেছেন।
অনুষ্ঠানে নগেন সাইকিয়া বলেন, “আমি গত কয়েক বছর ধরে মিলন জ্যোতি সংঘের বইমেলার সঙ্গে যুক্ত আছি। তরুণ প্রজন্মকে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য কন্দর্পা ডেকা, ডিব্রুগড়ের জেলা প্রশাসক বিশ্বজিৎ পেগু।
আয়োজক সূত্রে জানা গেছে, বইমেলায় সারাদেশের শতাধিক বই বিক্রেতা ও প্রকাশক স্টল বসিয়েছেন।
বইমেলায় বিখ্যাত সাহিত্যিকদের সাথে ইন্টারেক্টিভ সেশন, বিতর্ক, সেমিনার, কুইজ, শিল্পকলা, কবিদের মিলন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে।
বইমেলায় প্রতিষ্ঠিত ও উদীয়মান লেখকদের লেখা বেশ কিছু নতুন বই প্রকাশিত হবে।
২০২১ সালের ৭ ডিসেম্বর পর্যন্ত সকাল ১১টা থেকে রাত 8টা পর্যন্ত বইমেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে মিলন জ্যোতি সংঘ সাহিত্যিক নগেন সাইকিয়াকে ‘সাহিত্য শিরোমণি’ উপাধি প্রদান করে।

