পঙ্কজকুমার দেব, হাফলং: কোভিড বিধি মেনেই সোমবার অসমের ডিমা হাসাও জেলার বিভিন্ন কুকি অধ্যুষিত এলাকায় কুকি জনগোষ্ঠীদের পরম্পরাগত কৃষিভিত্তিক উৎসব চাভাং কূট আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়। জেলার বিশেষ করে হাফলঙের সংপিজান, জাটিঙ্গার নিউ লেইকুল, মাহুর, লাংটিং, বড়াইল তথা ডিগের পরিষদীয় কেন্দ্রের একাধিক গ্রামে এই আয়োজন ছিল।চাবাং কূট কুকি জনগোষ্ঠীদের পরম্পরাগত কৃষিভিত্তিক উৎসব।
প্রতিবছর ১ নভেম্বর বেশ ঘটা করে এই উৎসবের আয়োজন হয়ে থাকে। আসলে কুকিদের প্রধান উৎসব হল চাভাং কূট। কৃষিকার্য শেষ করার পরই এই উৎসব পালন করা হয়ে থাকে। বিশেষ করে এই উৎসবে ভোজের আয়োজন ছাড়া বিভিন্ন পরম্পরাগত নৃত্য গীত পরিবেশন হয়ে থাকে। এছাড়া বিভিন্ন খেলাধুলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এদিন জেলা সদর হাফলং ছাড়া বড়াইল পরিষদীয় সমষ্টির খলজাং এবং নামজাং গ্রামের চাভাং কূটের অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকেন কুকি ইনপি অসমের সভাপতি থাংলুন চাংসান। বড়াইল পরিষদীয় সমষ্টির বলজাং গ্রামের অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের সদস্য তথা বড়াইলের স্থানীয় পরিষদ প্রতিনিধি আমিন লিয়েনথাং।
চাভাং কূটের পতাকা করে পরিষদ সদস্য আমিন লিয়েনথাং জেলাবাসীকে চাভাং কূটের শুভেচ্ছা জ্ঞাপন করেন। তিনি বলেন কুকি জনগোষ্ঠীরা একটা বছর এই উৎসবের অপেক্ষায় থাকেন। তবে কোভিড পরিস্থিতির জন্য দুই বছর ধরে কূটের আনন্দে ভাটা পড়েছে। তথাপি কোভিড বিধি মেনে গ্রামবাসীরা এই আয়োজনে সামিল হোন।