উমরাংসো (অসম): আসামের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা সহ বহুজনকে সঙ্গে নিয়ে রাজ্যের অন্যতম পাহাড়ি জেলা ডিমা হাসাও জেলার অন্তর্গত উমরাংসো নিম্ন কপিলি জলবিদ্যুত্ প্রকল্পের ভূমিপূজন করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় দিল্লি থেকে গুয়াহাটি বরঝাড়ে গোপীনাথ বরদলে আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন নির্মলা। গুয়াহাটি বিমানবন্দর থেকে বায়ুসেনার হেলিকপ্টারে এদিন সকাল প্রায় ১১টা নাগাদ উমরাংসোর লংকুতে অবতরণ করে আসাম পাওয়ার জেনারেশন কর্পোরেশন লিমিটেডে (এপিজিসিএল)-এর অধীনে নতুন ১২০ মেগাওয়াট নিম্ন কপিলি জলবিদ্যুত্ প্রকল্পের ভূমিপূজন করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
প্রসঙ্গত, কপিলি জলবিদ্যুত্ প্রকল্প (হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট)-এর জন্য ২,২০০ কোটি টাকা ব্যয় হবে। এই টাকার মধ্যে কেন্দ্রীয় সরকার দেবে ১,৭০০ টাকা।ভূমিপূজন অনুষ্ঠানে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে ছিলেন অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা, রাজ্যের বিদ্যুত্ মন্ত্রী বিমল বরা, উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গারলোসা, কারবি আংলং স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য তুলিরাম রংহাং, এপিজিসিএল-এর চেয়ারম্যান জিষ্ণু বরুয়া ও ম্যানেজিং ডিরেক্টর দীপঙ্কর নাথ প্রমুখ। আজ দিনের শেষে, নির্মলা সীতারমণ গুয়াহাটির পাঞ্জাবাড়িতে শ্রীমন্ত শংকরদেব আন্তর্জাতিক মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে আসাম পাবলিক সার্ভিস অ্যাক্ট, ২০১২-এর অধীনে একটি ‘রাইট টু পাবলিক সার্ভিস ওয়েব পোর্টাল’ চালু করবেন।