পঙ্কজকুমার দেব, হাফলং: অসমের পার্বত্য এলাকা উন্নয়ন বিভাগের ডেভেলপমেন্ট কমিশনার হিসাবে দায়িত্ব সমঝে নেওয়ার পর এই প্রথমবারের জন্য নীরা সোনোয়াল গগৈ তিন দিনের সফরে পার্বত্য ডিমা হাসাও জেলায় উপস্থিত হন। সরকারি সফরে শনিবার ৮ই জানুয়ারী হাফলং প্রথমবারের জন্য ভ্রমণ করেন৷
পাহাড় সফরের দ্বিতীয় দিনে তাঁর সফরসঙ্গী ছিলেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের পরিকল্পনা বিভাগের সচিব টিটি দাওলাগুপু এবং অন্যান্য আধিকারিকরা। ডেভেলপমেন্ট কমিশনার নীরা সোনোয়াল গগৈ পার্বত্য স্বশাসিত পরিষদের অধীনে চলা বিভিন্ন সরকারি বিভাগের বেশ কয়েকটি নির্মাণ সাইট পরিদর্শন করেন। যেখানে এনএলসিপিআর, এমওএস,রাজ্য এবং কেন্দ্রীয় বিত্ত আয়োগের অধীনে প্রকল্প রূপায়ণের কাজ চলছে।
এরমধ্যে অন্যতম হচ্ছে এনএল দাওলাগুপু স্পোর্টস কমপ্লেক্সে স্টেডিয়াম নির্মাণ, কৃষি ভবন ইত্যাদি।তিন দিন সফরের অন্তিম দিন সোমবার উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের প্রধান সচিব এল জেড নাম্পুই সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা ডেভেলপমেন্ট কমিশনার নীরা সোনোয়াল গগৈর সঙ্গে সাক্ষাৎ করার পাশাপাশি জেলার ভিন্ন এলাকায় চলতে থাকা বিভিন্ন উন্নয়নমূলক কামকাজের দীর্ঘ তথ্য তুলে ধরেন। অবশ্য এতে কমিশনার সোনোয়াল গগৈ সন্তুষ্টি ব্যক্ত করেন।
এছাড়াও তিনি পরিষদের অধীনস্থ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে একাধিক পর্যটন ক্ষেত্র পরিদর্শন করেন। পাহাড়ের সামগ্রিক দৃশ্য দেখে অভিভূত নীরা সোনোয়াল গগৈ।