শিরোনাম
সোম. ডিসে ৮, ২০২৫

আসামের ধুবরিতে ব্ৰহ্মপুত্ৰ নদে নৌকাডুবি, নিখোঁজ ৭

আসাম নিউজ ডেস্ক: অসমের ধুবরি জেলায় ব্ৰহ্মপুত্ৰ নদে বৃহস্পতিবার নৌকা ডুবির খবর পাওয়া গেছে। দুর্ঘটনায় সাতজনেরও বেশি নিখোঁজ হয়েছেন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ব্ৰহ্মপুত্ৰ নদের উপর এই ঘটনায় সার্কেল অফিসার সমেত সাতজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

প্রায় ২৫ জন যাত্ৰী নিয়ে নৌকাটি সরকারী সমস্ত কর্মকর্তাদের একটি দল নিয়ে নদের বুকে যাচ্ছিল। দলটি একটি নির্মাণাধীন সেতুর কাছে ভাঙন পরিদর্শন করতে গিয়েছিল।

ধুবরি-ফুলবাড়ি সেতুর কাছে কিছু একটা ধাক্কা লাগার ফলে নৌকাটি ডুবে যায় বলে খবর মিলেছে।

কেউ কেউ নিরাপদে তীরে সাঁতার কেটে আসতে পেরেছেন। তবে খবর পেয়ে SDRF, NDRF এবং BSFএর দল উদ্ধার কাজডে নেমেছেন। অন্যদের উদ্ধার করেছে কিন্তু সাতজন এখনও নিখোঁজ বলে জানা গেছে।

নিখোঁজদের মধ্যে সার্কেল অফিসার সঞ্জু দাস নামে একজনকে শনাক্ত করা হয়েছে।

তাঁদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *