ডিব্রুগড়, ১৬ জুলাই : অসমের ডিব্রুগড় জেলার নামরূপ বোরহাট-১ কূপে হাইড্রোকার্বনের সন্ধান মিলেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এই খনন প্রকল্পে অসম সরকারের উল্লেখযোগ্য অংশীদারিত্ব রয়েছে। মুখ্যমন্ত্রী এই আবিষ্কারে রাজ্যের জন্য একে “গর্বের মুহূর্ত” বলে মন্তব্য করেছেন।
আজ এক্স পোস্ট করে মুখ্যমন্ত্রী লেখেছেন, অয়েল ইন্ডিয়া লিমিটেড নামরূপ বোরহাট-১ কূপে হাইড্রোকার্বনের উপস্থিতি আবিষ্কার করেছে। এই কূপে অসম সরকারের গুরুত্বপূর্ণ অংশীদারিত্ব রয়েছে। এটি শক্তি নিরাপত্তা ও আর্থিক স্থিতিশীলতার দিক থেকে এক বড় অগ্রগতি।
সাথে তিনি আরও লেখেন, এই আবিষ্কার অসমকে দেশের প্রথম রাজ্য সরকার হিসেবে প্রত্যক্ষভাবে খনিজ তেল উৎপাদনের স্থান হিসেবে প্রতিষ্ঠিত করল। একইসঙ্গে এটি রাজ্যের জন্য রাজস্ব ও রয়্যালটির উৎস বৃদ্ধি করবে এবং দেশের শক্তি সরবরাহকে সুনিশ্চিত করবে। মুখ্যমন্ত্রীর কথায়, এই আবিষ্কার সফল বিনিয়োগকে নিশ্চিত, খনিজ অনুসন্ধান প্রচেষ্টাকে সার্থক এবং অসমকে আত্মনির্ভর করেছে। এটি জাতীয় শক্তি নিরাপত্তায় অসমের অবদানও বৃদ্ধি করবে।
এই আবিষ্কারের ফলে অসমের অর্থনীতিতে নতুন গতি আসবে বলে আশা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি, এ ধরনের খনিজ সম্পদের আবিষ্কার উত্তর-পূর্ব ভারতের জ্বালানি খাতে বড় পরিবর্তন আনতে পারে বলে মনে করা হচ্ছে। অয়েল ইন্ডিয়া লিমিটেড সূত্রে জানা গেছে, খনন ও মূল্যায়নের কাজ চলমান রয়েছে এবং এই কূপ থেকে উৎপাদন শুরুর প্রস্তুতি দ্রুতই শুরু হবে।