পঙ্কজকুমার দেব, হাফলং: অসমের পার্বত্য ডিমা হাসাও জেলা জুড়ে এবারও ২৫ জানুয়ারি ব্ল্যাক ডে হিসেবে পালিত হয়েছে। এদিন জেলা সদর হাফলং ছাড়া মহকুমা সদর মাইবাং, লাংটিং এলাকায় বিভিন্ন দল সংগঠনের নেতা কর্মীরা কালো ব্যাজ পরিধান করে মাইবাঙ রেলওয়ে স্টেশনে অসম পুলিশের গুলিতে প্রাণাহুতি দেওয়া মিঠুন দিব্রাগেডে এবং প্রবান্ত হাকমাউসাকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন।
মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় হাফলং টাউন ফিল্ডে ডিমাসা অ্যাপেক্স বডি জেএনএইচ, ডিমাসা স্টুডেন্ট ইউনিয়ন, আডসু, ডিমাসা মাদার্স অ্যাসোসিয়েশন এবং ডিমাসা উইমেন সোসাইটির নেতৃবৃন্দের উপস্থিতিতে মিঠুন-প্রবান্তের প্রতিকৃতির সম্মুখে প্রদীপ প্রজ্জ্বলন তথা পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। উপস্থিত ছিলেন জেএনএইচের প্রাক্তন সভাপতি কল্যাণ দাওলাগুপু, বর্তমান সাধারণ সম্পাদক রঞ্জলাল হাকমাউসা, আডসু জেলা সভাপতি উত্তম লাংথাসা, ডিমাসা স্টুডেন্ট ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রমিত সেংইউং,ডিমাসা লাইরেডিম মেলের তরফে কুমুদ রঞ্জন কেম্প্রাই, ডিমা হাসাও জেলা কংগ্রেস সভাপতি নির্মল লাংথাসা প্রমুখ।
সবাই শহীদ পরিবারের ন্যায়ের দাবি উত্থাপন করেন।অনুরূপ ভাবে মাইবাঙেও নাগালিমের প্রতিবাদে পুলিশের গুলিতে মৃত্যু বরণ করা মিঠুন- প্রবান্তকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। মহকুমা মাইবাঙে সকাল থেকেই বাজার হাট সব বন্ধ ছিল। এদিকে লাংটিং শহরেও ২৫ জানুয়ারি ব্ল্যাক ডে হিসেবে পালন করা হয়।উল্লেখ্য, ২০১৮ সালের ২৫ জানুয়ারি প্রস্তাবিত নাগালিমে ডিমা হাসাও জেলা অন্তর্ভুক্তির প্রতিবাদে পার্বত্য জেলার বিভিন্ন দল সংগঠন ১২ ঘন্টার পাহাড় বনধের আহ্বান জানিয়ে ছিলেন। ১২ ঘন্টার বনধ চলাকালীন প্রতিবাদকারীরা মাইবাং স্টেশনে শিলচর গামী যাত্রীবাহী ট্রেন অবরোধ করে সরকারের বিরুদ্ধে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করে। তখন জেলা প্রশাসনের কর্মকর্তারা মাইবাং উপস্থিত হয়ে প্রতিবাদকারীদের ছত্র ভঙ্গ দিতে এলোপাতাড়ি গুলি চালায়। এতে রেলওয়ে স্টেশনে মিঠুন দিব্রাগেডে এবং প্রবান্ত হাকমাউসার মৃত্যু হয়। এছাড়া অনেক যুবক যুবতী আহত হয়েছিলেন।
অবশ্য পরবর্তী সময়ে সরকার তদন্ত কমিটি গঠন করে দিলেও মিঠুন-প্রবান্তদের পরিবার আজও ন্যায় পায়নি।মঙ্গলবার অভিশপ্ত মাইবাং কাণ্ডের চারটি বছর পূর্ণ হয়েছে। কিন্তু জেলা জুড়ে প্রতিবাদের ঢেউ উঠলেও মিঠুন-প্রবান্তদের ন্যায় লাভ নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। উল্লেখ্য এদিন কালো ব্যাজ পরিধান করে প্রতিবাদ সাব্যস্ত করা হয়।