আসাম নিউজ ডেস্ক: আসামের বন্যায় দুর্গতদের সাহায্যে ত্রাণ সংগ্রহ শুরু করেছে সারা ভারত কৃষকসভার ত্রিপুরা রাজ্য কমিটি। আগরতলাতে ত্রাণ সংগ্রহ করেন সংগঠনের নেতা-কর্মীরা। সম্প্রতি ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে আসামে। বিশেষ করে শিলচর ও বরাকভ্যালি এলাকায়। বন্যার্তদের সাহায্যে এগিয়ে এসেছে রাজ্যের বৃহত্তম কৃষক সংগঠন সারা ভারত কৃষক সভা।
সারা ভারত কৃষক সভা কেন্দ্রীয় কমিটির আহ্বানে চলছে ত্রাণ সংগ্রহ। ইতি মধ্যে দুই ধাপে ত্রাণ সাহায্য পাঠানো হয়েছে। ত্রিপুরাতেও সংগঠনের উদ্যোগে শুরু হয়েছে বন্যায় দুর্গতদের জন্য ত্রাণ সংগ্রহ। সারা ভারত কৃষকসভা পশ্চিম জেলা কমিটির তরফে আগরতলা শহরে ত্রাণ সংগ্রহ করা হয়। মেলার মাঠ থেকে বক্স নিয়ে বের হন সংগঠনের রাজ্য সম্পাদক পবিত্র কর, রতন দাসসহ কর্মীরা।
তারা ব্যবসায়ী, পথ চলতি লোকজন, যানবাহন চালক ও যাত্রী সাধারণ কাছ থেকে ত্রাণ সংগ্রহ করেন।এই কর্মসূচির ব্যাখ্যা করে রাজ্য কৃষক সভার সম্পাদক পবিত্র কর বলেন আসামের বন্যায় ৬০ লাখ মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন সাথে এক লাখ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। এই অবস্থায় আসাম সরকার ক্ষতিগ্রস্তদের জন্য কিছুই করেনি। ফলে সারা ভারত কৃষক সভা সারা দেশ থেকে বন্যাকবলিতদের সাহায্যে এগিয়ে এসেছে।
তিনি আরো বলেন এই সংগৃহীত ত্রাণ পাঠানো হবে কৃষকসভার আসাম রাজ্য কমিটির কাছে। রাজ্যের অন্যান্য মহকুমা যেমন সোনামুড়া, পানিসাগর, বিলোনিয়ায় ইতিমধ্যে ত্রাণ তহবিলে অর্থ সাহায্য তোলার কাজ ব্যাপক ভাবে চলেছে এবং রাজ্যের অন্যান্য জায়গায় এই কাজ চলবে বলে তিনি জানান পবিত্র কর।