শিরোনাম
বৃহঃ. জানু ২২, ২০২৬

আসামের মুখ্যমন্ত্রী মণিপুরে নাক না গলালেই ভাল: হিমন্তকে ধুয়ে দিলেন চিদম্বরম

গুয়াহাটি, আসাম: আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কথাবার্তার লাইন নেই। এই মুখ্যমন্ত্রী যখন যা মনে আসে, যখন যা মুখে আসে তাই করেন। এবার হিমন্তকে ধুয়ে দিলেন চিদম্বরম।

মণিপুরে শান্তি ফিরে এসেছে বলে দাবি করেছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। প্রবীণ কংগ্রেস নেতা পি চিদম্বরম এর জবাবে বলেন, ‘‘অসমের মুখ্যমন্ত্রী মণিপুরে নাক না গলালেই ভাল। বীরেন সিংহ ইস্তফা দিলে এবং ওই রাজ্যে কয়েক মাসের জন্য রাষ্ট্রপতি শাসন জারি করলেও ভাল হবে।’’

হিমন্ত বিশ্ব শর্মাকে তোপ দাগলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা পি চিদম্বরম। রবিবার নিজের টুইটার হ্যান্ডেলে এই মন্তব্য করেছেন দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী।

পি চিদম্বরম টুইটারে লিখেছেন, ‘অসমের মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন যে এক সপ্তাহের মধ্যে মণিপুরে শান্তি ফিরে আসবে। এটি সাহায্য করবে যদি অসমের মুখ্যমন্ত্রী মণিপুরে সংঘাতে নাক না গলান এবং দূরে থাকেন।’ অর্থাৎ আসামের মুখ্যমন্ত্রী যেন এই বিষয়ে কোনো কথা না বলেন, এই ব্যাপারটি পরিষ্কার হিমন্তকে বুঝিয়ে দিলেন চিদম্বরম।

মণিপুর উত্তপ্ত। গত ৩ মে থেকে শুরু হওয়া জাতিদাঙ্গার ফলে মণিপুরে এখনও পর্যন্ত শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। সংখ্যাটা আরো বেশিও হতে পারে।

মণিপুরে কুকি ও মেইতে জনজাতির মধ্যে সংঘর্ষের ফলে অশান্তির ঘটনা চলছেই। এবং রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতি।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *