আসাম নিউজ ডেস্ক: শিলচর আগরতলা এক্সপ্রেস ট্রেনের পার্সেল ভ্যান থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ কফসিরাপ এসকাফ উদ্ধার করলো ত্রিপুরা পুলিশ এবং ক্রাইম ব্রাঞ্চের একটি যৌথ টিম। পশ্চিম জেলার আমতলী এলাকার মহকুমা এস ডি পি ও আশিষ দাশগুপ্ত জানান তাদের কাছে সূত্রের মাধ্যমে খবর আসে যে আসামের শিলচর থেকে আগরতলাগামী ট্রেনে করে বিপুল পরিমাণ নিষিদ্ধ নেশাদ্রব্য কফ সিরাপ আসছে।
সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে যৌথবাহিনী শুক্রবার রাত থেকে আগরতলা রেলওয়ে স্টেশনে অবস্থান নেয়। শনিবার ট্রেনের পার্সেল ভ্যান থেকে পণ্য খালাস করা শুরু হলে তারা তল্লাশি শুরু করেন তখন এসকাফ ভর্তি ব্যাগগুলি উদ্ধার হয়। মোট ৯৫টি বস্তার মধ্যে ঢুকিয়ে কফ সিরাপের বোতল গুলি আগরতলা নিয়ে আসা হয়। এদিন মোট ৩০,৪০০বোতল উদ্ধার হয়। এগুলির বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা।
তবে এই ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি যৌথবাহিনী। প্যাকেট গুলির গায়ে লেখা ঠিকানা থেকে ধারণা করা হচ্ছে এগুলি পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার থেকে পাঠানো হয়েছিল। তবে পুলিশ এনডিপিএস আইনে একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। এখন দেখার বিষয় পুলিশি তদন্তে কোন চক্রের নাম উঠে আসে কিনা বা এর সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারে কিনা।