পঙ্কজকুমার দেব, হাফলং: অসমের হাফলঙে ফের নিয়ন্ত্রণ হারিয়ে তীব্র বেগে চলা সরকারী বাহন লেকের জলে ঝাঁপ দেয়।এতে চালক সহ মোট পাঁচ ব্যক্তি আহত হয়। এরমধ্যে চালকের মৃত্যু হয়েছে। এছাড়া তিন ব্যক্তি গুরুতর ভাবে আহত হয়েছেন। এদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর।
তাদেরকে শহরের নিকটবর্তী হোলি স্পিরিট হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং চলে উদ্ধার অভিযান। এদিকে কৌতুহলী জনতারা ভিড় করে। প্রথমাবস্থায় দু’জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর অজ্ঞান অবস্থায় চালককে জলের নীচ থেকে উদ্ধার করে দমকল বাহিনী এবং হাফলং অসামরিক হাসপাতালে নিয়ে যাওয়া। তবে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। মৃত চালকের নাম ময়া মার।
দুর্ঘটনাটি ঘটে শৈল শহরের বোট হাউসের পাশে। অসম অয়েল পেট্রোল পাম্প থেকে প্রধান সড়ক ধরে তীব্র বেগে আসা বলেরো ক্যাম্পার গাড়িটি নতুন করে নির্মাণ করা লেকের রেলিং ভেঙে লেকের জলে পড়ে যায়। জানা গেছে গাড়িটি কৃষি বিভাগের মার্কেটিঙের গাড়ি।
উল্লেখ্য, হাফলং লেকে এর আগেও একাধিক বাহন নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা সংঘটিত হয়েছিল। গত বছর পার্বত্য স্বশাসিত পরিষদের একটি এক্সইউভি গাড়ি দুর্ঘটনায় পড়েছিল। এদিকে গতকাল অনুরূপ ভাবে মাইবাঙে হর্টিকালচার বিভাগের এক বলেরো গাড়ি সেতুর রেলিং ভেঙে নীচে। এতে হতাহতের খবর পাওয়া যায়নি।