আসাম নিউজ ডেস্ক: অসম সরকার অন্তত ১৫টি হাতি মধ্যপ্রদেশকে হস্তান্তর করতে সম্মতি দিয়েছে বলে জানা গেছে। জানা গেছে, মধ্যপ্রদেশের বন বিভাগের কর্মকর্তারা বিষয়টি নিয়ে ইতিমধ্যেই দু দুবার অসম সফর করে গেছেন।
মধ্যপ্রদেশ বন বিভাগের বন কর্মকর্তাদের আরেকটি দল হাতিদের স্বাস্থ্য পরীক্ষা করার জন্য রাজ্যে আসার কথা রয়েছে।
হাতিগুলিকে নিতে অন্যান্য আনুষ্ঠানিকতাও এই সফরের সময় সম্পন্ন করা হবে, মধ্যপ্রদেশের প্রধান বন্যপ্রাণী ওয়ার্ডেন জে এস চৌহান সংবাদ মাধ্যমকে একথা জানিয়েছেন।
মধ্যপ্রদেশ বাঘ সংরক্ষণ অঞ্চল, জাতীয় অভয়ারণ্যগুলিতে বাঘের নিরীক্ষণের জন্য ২০১২ সালে অসম থেকে হাতি নেওয়ার প্ৰক্ৰিয়া শুরু হয়। তারপর থেকে এখন পর্যন্ত মধ্যপ্ৰদেশের বন কর্তারা ৯ বার অসম সফর করে গেছেন।
সেই প্ৰক্ৰিয়ারই অংশ হিসেবে এবার রাজ্য সরকার ১৫টি হাতি হস্তান্তর করতে সম্মতি দিয়েছে।