শিরোনাম
শুক্র. জানু ৩০, ২০২৬

আসামে আজ করোনা আক্রান্ত ৪৪৮ জন, চিকিত্‍সাধীন রোগীর সংখ্যা নামল ৬ শতাংশের নীচে জানালেন স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

অসমে আজ বুধবার করোনায় মৃতের সংখ্যা ৩। সেই সঙ্গে পজিটিভিটির হারও থাকল ২ শতাংশের নীচে। সক্রিয় রোগীর হার ৫.৭৫ শতাংশে নেমেছে। সব মিলিয়ে দুর্গাপুজোর পরেও নিম্নমুখী গ্রাফ অসমে আশার আলো দেখাচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, গত ২৪ ঘণ্টায় রাজ্যে ২৬,১৫০টি নমুনা পরীক্ষা হয়েছে। তার মধ্যে নতুন করে করোনা পজিটিভ (Covid-19) হয়েছেন ৪৪৮ জন। এর মধ্যে কামরূপ মেট্রোয় আক্রান্ত হয়েছেন এ কদিনের মধ্যে সবচেয়ে বেশি ১১৮ জন।

শতাংশের হিসেবে করোনা পজিটিভটি রেট গত কাল ছিল ১.৫১ শতাংশ। আজ তা খানিক বেড়ে ১.৭১ শতাংশ হয়েছে।

এখন পর্যন্ত রাজ্যে মোট দুই লক্ষ পাঁচ হাজার ২৩৭ জন করোানায় আক্রান্ত হলেন।
এ দিকে আজ হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৪৮৭ জন। এ নিয়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি গেলেন মোট ১ লক্ষ ৯২ হাজার ৫১৪ জন। এখন হাসপাতালে ভর্তি আছেন মাত্র ১১,৮০৩ জন।

আজকের হিসেবে সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৩.৮০ শতাংশ। সক্রিয় রোগীর হার মাত্র ৫.৭৫ শতাংশ, মৃত্যুহার ০.৪৪ শতাংশ।

আজ অসমে মারা গিয়েছেন ৩ জন। এ নিয়ে রাজ্যে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৯১৭ জন।

এ দিন মৃতেরা হলেন কামরূপ মেট্রোর অনিমারানি দেব (৬৫), গোলাঘাটের প্রবীন শ্যাম (৮৩) ও বিজয় পাইক (৫৮)।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *