আসাম নিউজ ডেস্ক: আসামে সরকারি চাকুরি যারা করছেন তাঁদের অনেক পদের লোকজনদের বেতনই ঠিক মতো দিতে পারছে না আসাম সরকার। অথচ এই সরকারের মুখেই দফায় দফায় বড় বড় ভাষণ শোনা যায়।
এবার ফের গর্জে উঠলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তেলাঙ্গানার রাজধানী হায়দরাবাদে পৌঁছনোর পর প্রথমে কংগ্রেসের প্রসঙ্গে কটাক্ষ করতে শোনা যায় তাঁকে। বলেন, “ওরা একটা মাত্র রাজ্যেই জিতেই এমন করছে যেন ভারতের মধ্যে বড় একটা বিষয় করে ফেলেছে। আমরা একাধিক রাজ্যে জিতেছি, কিন্তু কখনও আমরা এত ওভার রিঅ্যাক্ট করিনি।”
আরো ৩০০ মাদ্রাসা বন্ধ করার কথা পরিষ্কার জানিয়ে দিলেন তিনি। তেলাঙ্গানার করিমনগরে জনসভা করতে গিয়ে আসাদউদ্দিন ওয়াইসিকেই চ্যালেঞ্জ জানান অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
তিনি বললেন, এই বছরের মধ্যেই আরও ৩০০টি মাদ্রাসা বন্ধ করবেন।
করিমনগরে জনসভা করতে গিয়ে সোজাসুজি হায়দরাবাদের মিম সাংসদ আসাদউদ্দিন ওয়াইসিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তিনি বলেন, “আমরা অসমে লাভ জেহাদ বন্ধ করতে কাজ করছি। পাশাপাশি কাজ করছি অসমের মাদ্রাসা বন্ধ করার জন্য। আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর অসমে ৬০০টি মাদ্রাসা বন্ধ করেছি। আমি ওয়াইসিকে বলতে চাই আমি এই বছরেই ৩০০টি মাদ্রাসা বন্ধ করব।”
উল্লেখযোগ্য যে এর আগে আসামে অনেক মাদ্রাসা বন্ধ করা হয়েছে। তিনি স্কুলের পক্ষেই কথা বলেছেন এবং বলেছেন সরকারি টাকায় কোনো ধর্মীয় প্রতিষ্ঠান চলবে না।

