‘অন্বেষণ’ নামে পোর্টালের মাধ্যমে মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছত্রীদের একাদশ শ্রেণিতে ভর্তি হতে হবে।
করোনা সংক্রমণ এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি। তাই কোনও রকম ঝুঁকি না নিয়ে চলতি বছরের উচ্চ মাধ্যমিক অর্থাৎ একাদশ শ্রেণির শিক্ষার্থীদের অনলাইনে ভরতির সিদ্ধান্ত নিল অসম সরকার। রাজ্যের শিক্ষা দফতর বিজ্ঞপ্তি জারি করে এই ঘোষণা করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীরা ভরতির জন্য সেকেন্ডারি এডুকেশন বোর্ড অফ অসম (SEBA) এর ওয়েবসাইটের মধ্যে একটি পোর্টাল থাকবে। ‘অন্বেষণ’ নামে এই পোর্টালের মাধ্যমে মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছত্রীদের একাদশ শ্রেণিতে ভর্তি হতে হবে।
ভর্তির ফর্ম জমা দেওয়ার পরে সমস্ত উচ্চ মাধ্যমিক স্কুল, কলেজের প্রধান শিক্ষক বা অধ্যক্ষরা ছাত্রছাত্রীদের তালিকা প্রকাশ করবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০ জুন থেকে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হবে। আবেদন জানানোর শেষ দিন ৩০ জুন। ১ জুলাই ছাত্রছত্রীদের নামের তালিকা প্রকাশ করা হবে।
উপরোক্ত ওয়েবসাইটে আগামীকাল ১৫ জুন থেকেই পোর্টালটি দেখা যাবে। সমস্ত সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এই পোর্টাল প্রযোজ্য বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে অসমের শিক্ষা দফতর।

