বিধ্বংসী আগুন লাগল তেলের কুয়োয়। ঘটনাটি ঘটেছে আসামের তিনসুকিয়া জেলার বাগজানে অবস্থিত অয়েল ইন্ডিয়া লিমিটেড বা ওআইএল–এর তেলের কুয়োয়। সূত্রের খবর, মঙ্গলবার বিকেলে আগুন লেগেছে এবং হু হু করে তা ছড়িয়ে পড়ছে সংলগ্ন অঞ্চলে। আগুন লাগার ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল কেন্দ্রীয় পেট্রোলিয়ামমন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে কথা বলেছেন। ঘটনাস্থলে পৌঁছিয়েছে রাজ্য প্রশাসনের শীর্ষ অফিসাররা। গত ১৪ দিন আগে বিস্ফোরণ ঘটে তখন ধরেই ওই কুয়ো থেকে তেল লিক করছিল। ফলে সেখানে আগে থেকেই মোতায়েন ছিল এনডিআরএফ। সোমবারই সিঙ্গাপুর থেকে তেলের কুয়ো বিশেষজ্ঞদের নিয়ে আসা হয়েছিল। মঙ্গলবার সকাল থেকেই তাঁরা কাজে নেমেছেন। এমনিতেই ১৪ দিন ধরে তেল লিক করায় ওই এলাকার জলাভূমি এবং প্রাণীজগতের মধ্যে তার প্রভাব পড়েছে। ডিব্রু–সৈখোয়া জাতীয় উদ্যানের জলাশয়ের বহু প্রাণী এবং উদ্ভিদ শেষ হয়ে গিয়েছে। এমনকি লাগোয় এলাকার ধানখেত, চা বাগান পুকুর, জলাশয় ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ক্ষতির প্রাথমিক তালিকা এখনও তৈরি করতে পারেনি প্রশাসন। তার মধ্যেই এধরনের অগ্নিকান্ডে রীতিমতো চিন্তিত আসাম রাজ্য সরকার।
