আসাম নিউজ ডেস্ক: আজ সোমবার নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৭তম জন্মবার্ষিকী। ১৮৯৭ সালের ২৩ জানুয়ারি ওড়িশার কটক শহরে জন্মগ্ৰহণ করেন দেশ নায়ক সুভাষ চন্দ্ৰ বসু।
বাবা জানকীনাথ বসু, মা প্ৰভাবতী দেবী। সুভাষ চন্দ্ৰ বসু ছিলেন তাঁর মা-বাবার ১৪ সন্তানের নবম সন্তান তথা ষষ্ঠ পুত্ৰ। স্বামী বিবেকানন্দের আদর্শ তাঁকে ছোট থেকেই অনুপ্ৰাণিত করে।
দেশ নায়ক সুভাষ চন্দ্ৰের জন্মদিন উপলক্ষে কলকাতা, দিল্লি-সমেত দেশ জুড়ে নানা অনুষ্ঠান রয়েছে। আসামেও পালিত হচ্ছে নেতাজির জন্মদিন।
আজকের দিনটিকে পরাক্রম দিবস হিসেবে পালন করা হয় ভারতে। ২০২১ এর শুরুতেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছিল, ‘নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি সম্মান জানাতে ও দেশের প্রতি তাঁর আত্মবলিদানকে শ্রদ্ধা জানাতে ভারত সরকার ২৩ জানুয়ারি দিনটিকে পরাক্রম দিবস হিসাবে ঘোষণা করল’।