লখিমপুরের ইন্দ্রেশ্বর বোরা এবং জোরহাটের ডাক্তার বিক্রমজিৎ বড়ুয়া এখনো নিখোঁজ
নিজস্ব প্রতিবেদন: অসমের ব্রহ্মপুত্র নদে বুধবার নৌকাডুবি হওয়ার পর শুক্রবারও NDRF এবং SDRF এর টীম তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে। নিখোঁজ ২ জন যাত্রীর খোঁজ চলছে এখনো।
Assam State Disaster Management Authority-র এক আধিকারিক জানিয়েছেন জোরহাটের নিমাটি ঘাট এবং বিশ্বনাথ ঘাটের মধ্যে উদ্ধারকাজ এখনো চলছে। NDRF, SDRF ছাড়াও River Police -ও উদ্ধারকাজে হাত লাগিয়েছে। বুধবার বিকেল ৪.৩০ নাগাদ জোরহাটের নিমাটিঘাট থেকে মাজুলি দ্বীপের দিকে যাওয়ার সময় সরকারি ফেরি “ট্রাইপকাইয়ে”র সাথে উল্টো দিক থেকে আসা “মা কমলা” নামের একটি ছোট নৌকার ধাক্কা লাগে। একজন মহিলা অধ্যাপক মারা গেছেন।