রাতের বেলা ভূমিকম্পে কেঁপে উঠল আসাম। তীব্র না হলেও মৃদু ভাবে কম্পন অনুভূত হয়েছে অসমের তেজপুরের কাছাকাছি এলাকায়।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি বিভাগ জানাচ্ছে, বৃহস্পতিবার রাত ১০ টা বেজে ১৩ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৪।
এর আগে চলতি সপ্তাহেই কম্পন অনুভূত হয় পশ্চিম বাংলায়। শিল্পশহর দুর্গাপুরে বুধবার সকালে এই কম্পন অনুভূত হয়। যদিও রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.১ ম্যাগনিটিউড।
এর আগে ২১ অগস্ট শুক্রবার সকালে কম্পন অনুভূত হয় পুরুলিয়ার রঘুনাথপুর এলাকায়। সেই ভূমিকম্পের তীব্রতা অবশ্য বেশি ছিল না।
বিশেষজ্ঞরা বলছেন, ছোটখাটো ভূমিকম্প কোনও বড়সড় ভূমিকম্পের ইঙ্গিত। ফলে বাড়ছে চিন্তা। আশঙ্কিত মানুষজন।

