আসাম প্রতিনিধি, গুয়াহাটি: টিকাকরণের ক্ষেত্রে আত্মবিশ্বাসী অসম। অসমে মাত্র ৭ দিনের মধ্যে সম্পন্ন হবে ১৫ থেকে ১৮ বছর বয়সিদের টিকাকরণ। শুক্রবার এমনটাই ঘোষণা করলেন অসমের স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত।সময়সীমা ১ সপ্তাহ। জোর গতিতে চলবে টিকাকণের কাজ বোঝাই যাচ্ছ কেশব মহন্তের কথায়।
স্বাস্থ্য ও শিক্ষা দফতর হাতে হাত মিলিয়ে স্কুল এবং জুনিয়র কলেজগুলিতে পড়ুয়াদের করোনা টিকা দেওয়ার উদ্যোগ নিচ্ছে। সেখানে স্পেশাল ক্য়াম্প করা হবে।কিন্তু স্কুল-কলেজে যায় না, অর্থের অভাবে এখনো পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয়েছে বা করেনা, তাদের জন্যে অবশ্যই ভ্য়াকসিনেশন সেন্টারের দরজা খোলা থাকবে।ভ্যাকসিন সবাইকে নিতে হবে। স্কুলে যাওয়া না যাওয়ার প্রসঙ্গ সেখানে নেই।
টিকাকরণের বিষয়ে অসমের স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত বেশ আত্মবিশ্বাসী। তিনি জানিয়েছেন, ৩ জানুয়ারি থেকে টিকাকরণ শুরু হবে। এবং আগামি ৯ই জানুয়ারির মধ্যে আমরা ১৫-১৮ বছর বয়সী সবাইকে করোনা ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছি।৯ জানুয়ারি পর্যন্ত গেল ১৫ থেকে ১৮ বছর বয়সীদের, এরপর ১০ জানুয়ারি থেকে তৃতীয় ডোজ দেওয়ার কাজ শুরু হবে।
অভিভাবকদের এ বিষয়ে সচেতন হতে হবে। তাঁরা যেমন টিকা নিয়েছেন বা নিচ্ছেন, তেমনি উক্ত বয়সী সন্তান থাকলে তাঁদেরও ভ্যাকসিন নেয়াতে হবে। অসমের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, অভিভাবকদের অনুরোধ করছি তাঁদের সন্তানরা যাতে ৯ জানুয়ারির মধ্যে প্রথম ডোজ পায় সেটা নিশ্চিত করুন। সেক্ষেত্রে ফাইনাল পরীক্ষা শুরু হওয়ার আগেই আগামী ফেব্রুয়ারিতে তারা দ্বিতীয় ডোজ ভ্যাকসিন পেয়ে যাবে।
ডিরেক্টর (হেল্থ সার্ভিস) জানিয়েছেন ,অসমে প্রায় ২ মিলিয়ন ১৫-১৮ বয়স সীমার মধ্যে কিশোর কিশোরী রয়েছে যারা করোনা টিকা পাওয়ার যোগ্য।অর্থাৎ তাঁরা টিকা পাবেন।