আসামে সরকারী মাদ্রাসা বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে অল বেঙ্গল সংখ্যালঘু যুব ফেডারেশন পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় আসাম ভবনটি ঘেরাও করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে একটি স্মারকলিপি দিয়েছে। মঙ্গলবার সংগঠনের সদস্য ও সমর্থকরা অনুষ্ঠানে বিভিন্ন দাবি নিয়ে প্ল্যাকার্ড প্রদর্শন করেছিলেন। সম্প্রতি, আসামের শিক্ষামন্ত্রী এবং বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, রাজ্যের ৬১০ মাদ্রাসা বন্ধ করে সাধারণ বিদ্যালয়ে রূপান্তর করা হবে। তিনি আরও বলেছিলেন যে মাদ্রাসা বোর্ড বন্ধ হয়ে যাবে। তিনি বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় প্রজ্ঞাপন আগামী নভেম্বর মাসে জারি করা হবে। অসম সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে মঙ্গলবার বিকেলে কলকাতার আসাম ভবনের সামনে অল বেঙ্গল সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে একটি বিক্ষোভ সমাবেশ করা হয়।
এসময় সংগঠনটির সদস্যরা অসম সরকারের সরকারী মাদ্রাসা বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে স্লোগান দেয়। পরে তিন সদস্যের একটি প্রতিনিধি দল অসম ভবনের অফিসার ইনচার্জকে আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালের উদ্দেশ্যে দেওয়া একটি স্মারকলিপি হস্তান্তর করে। মাদ্রাসা বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বলা হয়েছিল যে কয়েক হাজার মাদ্রাসা মুসলমানদের সংস্কৃতি রক্ষায় কয়েকশ বছর ধরে দেশের বিভিন্ন রাজ্যে পরিচালিত হচ্ছে। মাদ্রাসা শিক্ষা এই দেশের ঐতিহ্য এবং গর্ব।
স্মারকলিপিতে একটি দাবি ছিল: “মাদ্রাসা হস্তান্তর করার সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করা উচিত, মাদ্রাসা পরিচালনার জন্য স্বায়ত্তশাসিত বোর্ডটি অক্ষত রাখতে হবে এবং সাধারণ বিদ্যালয়ের মতো সব সুযোগ-সুবিধা সরকার অনুমোদিত মাদ্রাসাগুলিতে দেওয়া উচিত।” কাসেমি, কোষাধ্যক্ষ বাবর হোসেন, আলী আকবর, অনন্ত আচার্য, খলিল মল্লিক, আশরাফ আলী মোল্লা, জিয়াউর রহমান গাইন, নাসির উদ্দিন ঘারামি, জসিম উদ্দিন, মুহাম্মদ আহসানুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

