সমীপ / অরবিন্দ, গুয়াহাটি: পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে নির্ধারিত ১০ কোটির মধ্যে ইতিমধ্যে আট কোটি বৃক্ষরোপণ সম্পূর্ণ করা হয়েছে। রাজ্য সরকার পরিবেশের ভারসাম্য রক্ষা করতে ব্যপক কর্মসূচি হাতে নিয়েছে। বলেছেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল। সোমবার ভিবজিওর এনই ফাউন্ডেশন আইআইটি গুয়াহাটি এবং ইউএন এনভায়রনমেন্টের যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে গিয়ে এই তথ্য দিয়েছেন মুখ্যমন্ত্রী।
আইআইটি গুয়াহাটিতে পঞ্চম নর্থ-ইস্ট গ্রিন সামিটের উদ্বোধন করে আয়োজিত অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে গৃহীত রাজ্য সরকারের বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে তথ্য দিয়েছেন মুখ্যমন্ত্রী সনোয়াল। তিনি বলেন, পারিপার্শ্বিক ভারসাম্য নষ্ট করে কোনও জায়গার অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। তাই রাজ্য সরকারের নির্ধারিত ১০ কোটির মধ্যে ইতিমধ্যে আট কোটি বৃক্ষরোপণ সম্পূর্ণ করা হয়েছে। এতে রাজ্যের পরিবেশ সন্তুলন অটুট থাকবে বলে আশা ব্যক্ত করেছেন তিনি। পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে নর্থ-ইস্ট গ্রিন সামিটের গুরুত্বের ওপর বক্তব্য পেশ করে এই সম্মেলনে অংশগ্রহণকারী নীতি প্রণয়নকারী, পরিবেশ নিয়ে কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, গবেষক, রাজনীতিবিদদের নিয়মিত পরিবেশ সংক্রান্ত আলোচনাচক্রের আয়োজন করতে অনুরোধ জানান মুখ্যমন্ত্রী। এতে পারিপার্শ্বিক সংরক্ষণের ক্ষেত্রে ফলপ্রসূ পদক্ষেপ নিতে বিস্তৃত পরিকল্পনা গ্রহণ করা যাবে বলে দাবি করেছেন তিনি।
অনুষ্ঠানে স্বগত ভাষণ দিয়েছেন আইআইটি গুয়াহাটির অধিকর্তা টিজি সীতারাম এবং শিলচরের সাংসদ ডা. রাজদীপ রায় অনুষ্ঠানের উদ্দেশ্য ব্যাখ্যা করেছেন। ছিলেন কেন্দ্রীয় খাদ্য সংসাধন দফতরের প্রতিমন্ত্রী রামেশ্বর তেলি, রাজ্যের শিল্প ও উদ্যোগ মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি, মণিপুরের সাংসদ রাজকুমার রঞ্জন সিংহ।