শিরোনাম
বুধ. জানু ২১, ২০২৬

আসাম-অরুণাচল সীমান্তে বিপুল বিস্ফোরক উদ্ধার

গুয়াহাটি, ১৪ আগস্ট : বড়সড় নাশকতার ছক ভেস্তে দিল নিরাপত্তা বাহিনী। আসাম-অরুণাচল প্রদেশের সীমান্তবর্তী অঞ্চল ফিনবিরু গ্রাম থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। আসাম রাইফেলসের এই অভিযানটি মার্ঘেরিটার টিপঙ এলাকা থেকে প্রায় ৭ কিমি দূরে ফিনবিরু গ্রামে চালানো হয়।

উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে ১৮টি রেডিও সেট, ৪টি রেডিও চার্জার, বোমা তৈরিতে ব্যবহৃত ৬টি ইলেকট্রিক তার, একটি হ্যান্ডমেড পিস্তল, ৫৯টি ডিটোনেটর, ৬টি প্রাইমার, ২টি বোমা ফিউজ এবং ৬০ রাউন্ড তাজা গুলি।

নিরাপত্তা সংস্থার ধারণা, এই অস্ত্রভাণ্ডার উলফা তথা উলফা (আই)ও এনএসসিএন জঙ্গি গোষ্ঠীর হতে পারে। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, স্বাধীনতা দিবস উপলক্ষে সম্ভাব্য নাশকতার উদ্দেশ্যে এই বিস্ফোরক ও অস্ত্র মজুত রাখা হয়েছিল। উদ্ধার হওয়া সমস্ত সামগ্রী বর্তমানে আসাম পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে। ঘটনায় বড় ধরনের সন্ত্রাসী হামলার ছক বানচাল হয়েছে বলেই মনে করছেন গোয়েন্দারা।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *