পঙ্কজকুমার দেব, হাফলং: পুরনো বছরের বিদায় বেলায় বা ইংরাজি নতুন বছরের প্রাক মুহুর্তে যাতে পথ দুর্ঘটনায় প্রাণহানি না ঘটে তার প্রতি সজাগ রয়েছে অসম সরকার। কারণ স্বয়ং মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা এ ব্যাপারে সাধারণ জনগণকে সজাগ থাকতে ভিডিও বার্তায় আহ্বান জানিয়েছেন। সঙ্গে মুখ্যমন্ত্রী পণ করেছেন যে একজনকেও পথ দুর্ঘটনায় মৃত্যু হতে দেবেন না।
মুখ্যমন্ত্রীর এই কঠোর নির্দেশকে বাস্তবায়িত করতেই এবার সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তা সহ পুলিশ গত কিছুদিন ধরে রাজ্য জুড়ে সতর্ক থাকা পরিলক্ষিত হচ্ছে। বিশেষ করে হেলমেট হীন বাইকার্সদের পাশাপাশি সিটবেল্ট হীনদের বিরুদ্ধে চলছে অভিযান। সঙ্গে সুরাপায়ীদের সায়েস্তা করতেও কঠোর হয়েছে আবগারি বিভাগ ছাড়া পুলিশ। শূন্য দুর্ঘটনা নিশ্চিত করতেই এই পদক্ষেপ সরকারের।
পার্বত্য ডিমা হাসাও জেলার বিভিন্ন প্রান্তে গত কয়েক দিন ধরে পুলিশ, আবগারি এবং পরিবহন বিভাগ অভিযানে নেমেছেন। এতে কাউকে রেহাই দেওয়া হচ্ছে না।প্রাপ্ত তথ্য অনুযায়ী ১ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত পার্বত্য জেলায় মোট ৫০১ টি যানবাহন আইন লঙ্ঘনের মামলা রুজু হয়েছে, তিনটি ড্রাইভিং লাইসেন্স জব্দ সহ ১২৪টি হেলমেট সংক্রান্ত মামলা রুজু করা হয়েছে। গত ২৫ ডিসেম্বর থেকে আজ পর্যন্ত এ জেলায় পথ দুর্ঘটনায় এক ব্যক্তির প্রাণহানি ও একজন আহত হয়েছেন।
সরকারের উপরোক্ত অভিযানের অংগ হিসাবে, মাতাল অবস্থায় গাড়ি চালানো, যানবাহনের অতিরিক্ত গতি এবং অন্যান্য ট্রাফিক নিয়ম লঙ্ঘনের উপর নজর রাখতে জেলা সদরের একাধিক এলাকায় চেক পয়েন্ট স্থাপন করা হয়েছে। এমনকি জেলাশাসক নাজনিন আহমেদ সহ পুলিশ সুপার জয়ন্ত সিং, অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রনীল বরুয়াকেও সিটবেল্ট তথা হেলমেট অভিযানে নামতে দেখা গেছে।আরোহী এবং পিলিয়ন রাইডার উভয়ের হেলমেট ছাড়া দু-চাকার গাড়ি চালানো, সিট বেল্ট পরিধান না করা, অতিরিক্ত যাত্রী বহন করা, তাড়াহুড়ো করে গাড়ি চালানো এবং উচ্চহারে গান বাজানোর বিরুদ্ধে কঠোর অভিযান চালানো হচ্ছে।
উল্লেখ্য, পুলিশ এবং জেলা পরিবহন বিভাগের চাপে পড়ে এবার জেলা সদর হাফলঙে অধিকাংশরাই সিটবেল্ট তথা হেলমেট পরিধান করতে দেখা যাচ্ছে।