গুয়াহাটি, ২৮ সেপ্টেম্বর : অসম-মেঘালয় সীমান্তবর্তী ঘিলাডুবি এলাকায় শনিবার গভীর রাতে (২৭ সেপ্টেম্বর) পুলিশের সঙ্গে এক সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই দুষ্কৃতী দলটি এক স্থানীয় ব্যবসায়ীকে অপহরণ করার পরিকল্পনা করছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের একটি বিশেষ দল অভিযান চালায়।
এই অভিযান যৌথভাবে পরিচালনা করেন গোলপাড়া জেলার পুলিশ সুপার নবনীত মহন্ত ও দক্ষিণ সালমারা-মানকাচর জেলার পুলিশ সুপার অভিলাষ বরা। পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযানের সময় নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছতেই দুষ্কৃতীরা গুলি চালায়। আত্মরক্ষার্থে পাল্টা গুলিচালনা করে পুলিশ। ঘটনাস্থলেই দুই দুষ্কৃতী নিহত হয়, অপর দুই জন গুরুতর আহত অবস্থায় ধূপধৰা মডেল হাসপাতালে নেওয়ার পর মারা যায়।
নিহত চার জনের পরিচয় জানা গিয়েছে — মুকুন্দ রাভা, সুবুর আলি, জাহিদুল ইসলাম এবং চেংবাত মারাক। সংঘর্ষ চলাকালীন পুলিশ সুপার অভিলাষ বরা-র গাড়িকে লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়, তবে গাড়িটি বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায়।
ঘটনাস্থল থেকে পুলিশ চারটি পিস্তল, বিপুল গুলি, একটি গাড়ি ও একাধিক মোবাইল ফোন উদ্ধার করেছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এই চক্রটি বিভিন্ন ডাকাতি ও বেআইনি অস্ত্র কারবারের সঙ্গে যুক্ত ছিল। পুলিশ বৃহত্তর অপরাধচক্রের খোঁজে তদন্ত চালাচ্ছে।
স্থানীয় এলাকায় এই ঘটনার পর ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশের এই সফল অভিযানের ফলে এক বড় অপহরণ ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা পেল অঞ্চলটি বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। তদন্তের অগ্রগতির জন্য এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।