শিরোনাম
বৃহঃ. জানু ২২, ২০২৬

ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ইংল্যান্ডে প্রবেশের সময় নৌকা ডুবে ২৭ অভিবাসীর নির্মম মৃত্যু

মো: রেজাউল করিম মৃধা, যুক্তরাজ্য: ইংলিশ চ্যানেল দিয়ে ফ্রান্স থেকে যুক্তরাজ্য যাওয়ার পথে নৌকা ডুবে ২৭ জন অভিবাসী মারা গেছেন। এর মধ্যে ৫ নারী ও একটি শিশু রয়েছে।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিবিসি জানায়, ফ্রান্সের কালাই উপকূলের কাছে বুধবার সন্ধ্যার পর নৌকাটি ডুবে যায়। ২০১৪ সালের পর থেকে এটি এই চ্যানেলে দুর্ঘটনায় ‌‘সবচেয়ে বেশি প্রাণহানির’ ঘটনা বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

যুক্তরাজ্য ও ফ্রান্সের কর্তৃপক্ষ ইংলিশ চ্যানেলে নৌযান এবং বিমানের মাধ্যমে উদ্ধারকাজ চালাচ্ছে। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন জানান, নৌকাটিতে ৩৩ জন অভিবাসী ছিলনে। এর মধ্যে দুই জনকে উদ্ধার করা হয়েছে। ফ্রান্সের পুলিশ এই ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে ৪জন সন্দেহভাজন মানবপাচারকারীকে গ্রেপ্তার করেছে। ডুবে যাওয়া নৌকাটিতে থাকা অভিবাসন প্রত্যাশীরা মানব পাচারকারী চক্রের মাধ্যমে ফ্রান্স থেকে অবৈধভাবে যুক্তরাজ্যে যাচ্ছিল।

দুর্ঘটনার পর বিভিন্ন পক্ষের সাথে জরুরি বৈঠক শেষে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন দুর্ঘটনার খবরে তিনি ‘বিস্মিত ও আতঙ্কিত।’ ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ তার প্রতিক্রিয়ায় মন্তব্য করেছেন যে ‘ফ্রান্স ইংলিশ চ্যানেলকে সমাধিক্ষেত্র হতে দেবে না।’ ইউরোপের ‘যেসব মন্ত্রীরা অভিবাসনের চ্যালেঞ্জ নিয়ে চিন্তিত’, তাদের নিয়ে একটি জরুরি বৈঠকও আহ্বান করেছেন মি. ম্যাক্রঁ। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও ফ্রান্সের প্রেসিডেন্ট এই দুর্ঘটনার বিষয়ে ফোনে আলোচনা করেছেন এবং ‘জড়িত চক্রগুলোকে থামাতে প্রয়োজনীয় সব পদক্ষেপ’ নেয়ার অঙ্গীকার করেছেন।

সম্প্রতি ইংলিশ চ্যানেল হয়ে ছোট নৌকায় হাজার হাজার মানুষ ফ্রান্স থেকে যুক্তরাজ্যে গেছেন। যুক্তরাজ্যের সরকারি তথ্য অনুযায়ী, শুধু নভেম্বর মাসেই ইংলিশ চ্যানেল হয়ে ১৭৯টি ছোট নৌকা অভিবাসীদের নিয়ে যুক্তরাজ্যে যায়। এই বছরে এখন পর্যন্ত মোট ৯২৮টি নৌকা অভিবাসীদের নিয়ে এই যাত্রা করেছে। সরকারি হিসেব অনুযায়ী, এই বছরেই ছোট নৌকায় করে বিপদজনক ভাবে ফ্রান্স থেকে যুক্তরাজ্যে গেছেন ২৫,৭০০ জনের বেশি মানুষ। গত বছর এই সংখ্যাটি ছিল ৮,৪৬৯।

বিদেশ নামক সোনার হরিণ ধরতে জমিজমা বিক্রি করে একটু সুখের আশায় গরীব দেশের মানুষ পাড়ি দেয় উন্নত দেশে। অনেকেই বৈধ পথে না এসে দালালদের খপ্পরে পরে পাড়ি দেন অবৈধ পথে। কখনো পাহাড় ডিংগিয়ে কখনো চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পরে আবার কখনো লরি বা মালবাহী ট্রাকের ভিতর দিয়ে এক দেশ থেকে অন্য দেশে পাড়ি দেন। কেউ হয়তো গন্তব্যে পৌছেন আবার অনেকেই এভাবে রাস্তায় নির্মম মৃত্যুবরণ করেন। সূত্র: বিবিসি

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *