শিরোনাম
শনি. জানু ৩, ২০২৬

ইংল্যান্ড ভ্রমণের জন্য সকল দেশের যাত্রীদের লাল তালিকা প্রত্যাহার

মো: রেজাউল করিম মৃধা: ইংল্যান্ডে কোভিড-১৯ মহামারির আক্রান্ত, মৃত্যু এবং এর প্রার্দুভাবের উপর নির্ভর করে সিগনাল লাইট সিস্টেমে লাল, আম্বার এবং সবুজ এই তিন তালিকায় ভাগ করা হয় বিভিন্ন দেশের যাত্রীদের। লাল তালিকার দেশের যাত্রীদের ব্রিটেনে প্রবেশ করলেই ১০ দিন কিংবা ১৪ দিনের হোটেল কোয়ারাইন্টেনে গুণতে হয়েছে £১৭০০ পাউন্ড থেকে £২২৮৫ পাউন্ড।

করোনা ভাইরাসের আক্রমণ নিয়ন্ত্রনে আসায় ধীরে ধীরে সেই লাল তালিকা তুলে নেওয়া হয়েছে। সেই সাথে কোভিড ভ্রমণের লাল তালিকায় থাকা বাকি সাতটি দেশকেও প্রত্যাহার করে নেওয়া হচ্ছে।

এই বিষয়ে যুক্তরাজ্যের ট্রান্সপোর্ট সেক্রেটারি গ্রান্ট সাপস বলেন, “কভিড-১৯ বা করোনাভাইরাস নিয়ন্ত্রনে আসায় সারা বিশ্ব এখন ভ্রমণের জন্য উন্মুক্ত করা হলো। আগামী সোমবার থেকে লাল তালিকা থাকবেনা,”। আগামী সোমবার ভোর ৪.০০টা থেকে কলম্বিয়া, পেরু, পানামা, ডোমিনিকান রিপাবলিক, হাইতি, ভেনিজুয়েলা এবং ইকুয়েডর থেকে আগত যাত্রীদের শীঘ্রই আর ১০ দিনের জন্য তাদের খরচে হোটেলে কোরাইন্টাইন তুলে নেওয়া হচ্ছে। সিস্টেমটি শেষ হওয়ার কোনও পরামর্শ নেই এবং সেখানে সংক্রমণ বাড়লে একটি দেশকে তালিকায় আবার যুক্ত করা যেতে পারে।

যুক্তরাজ্যের সরলীকৃত ভ্রমণ ব্যবস্থার অংশ হিসেবে এই ঘোষণা দিয়েছেন। ঘোষণা অনুযায়ী আগামী সোমবার ভোর ৪.০০টা থেকে ইংল্যান্ড এ সকলেই ফ্রি যাতায়াত করতে পারবেন। কোন দেশের জন্য আর কোয়ারাইন্টাইন বাধ্যতামূলক নয়। সব দেশের যাত্রীরা নিরাপদে আসতে পারবেন তবে সরকারি নিয়মনীতি মেনে চলতে হবে।

উল্লেখ্য গত ফেব্রুয়ারি থেকে ২০০,০০০ এরও বেশি মানুষ হোটেলে কোয়ারান্টাইনে থেকেছেন।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *