ইউক্রেন অভিযোগ করেছে, কৃষ্ণসাগরে তাদের উপকূলের কাছে রাশিয়ার আটটি যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে। টেলিভিশনে দেওয়া এক ভাষণে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেক্সান্ডার মোতুজয়ানিক এ অভিযোগ তুলেছেন।
ওলেক্সান্ডার মোতুজয়ানিককে উদ্ধৃত করে আল-জাজিরা জানিয়েছে, রুশ যুদ্ধজাহাজগুলো একবারে মোট ৫৮টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে সক্ষম। ইউক্রেনের উপকূলের কাছে সেগুলোর উপস্থিতি ইউক্রেনীয়দের ‘বিপন্ন’ করে তুলবে বলেও দাবি করেন তিনি।
এদিকে রয়টার্স জানিয়েছে, ফিনল্যান্ডের নৌবাহিনীর সঙ্গে মহড়ায় অংশ নিতে টুরকু বন্দরে পৌঁছেছে ন্যাটো সামরিক জোটের তিনটি যুদ্ধজাহাজ। গতকাল সোমবার এগুলো দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বন্দরটিতে পৌঁছায়।
ফিনল্যান্ডের প্রতিরক্ষাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ন্যাটো সামরিক জোটের পক্ষ থেকে আসা যুদ্ধজাহাজগুলোর মধ্যে রয়েছে লাটবিয়ার এলভিএনএস ভারসাইটিস, এস্তোনিয়ার মাইনহান্টার ইএনএস সাকালা ও নেদারল্যান্ডসের এইচএনএলএমএস স্কেইডাম। যুদ্ধজাহাজ তিনটি ফিনল্যান্ডের উপকূলী বহরের দুটি মাইনহান্টারের সঙ্গে মহড়ায় অংশ নেবে।
ওই বিবৃতিতে আরো বলা হয়েছে, দুদিনের মহড়া ২৮ এপ্রিল শুরু হবে। ২০২২ সালে ন্যাটোর রেসপন্স বাহিনীতে যোগদানের জন্য ফিনল্যান্ডের যুদ্ধজাহাজ দুটিকে প্রস্তুত করা হবে ওই মহড়ায়।
অন্যদিকে গত ১৪ এপ্রিল রুশ নৌবাহিনীর কৃষ্ণসাগর বহরের প্রধান যুদ্ধজাহাজ মস্কোভা ডুবে গেছে। মস্কোভায় নিজেদের নির্মিত জাহাজ বিধ্বংসী নেপচুন ক্ষেপণাস্ত্র হামলার দাবি তুলেছে ইউক্রেন। যদিও রাশিয়া সেই দাবি অস্বীকার করে আসছে। সূত্র: আল-জাজিরা