ইউক্রেন থেকে আগত এবং বর্তমানে পোলান্ডে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের দেশে ফিরিয়ে নেয়ার জন্য ইতোমধ্যে বাংলাদেশ সরকার ব্যবস্থা গ্রহণ করেছে।
রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট এক কর্মকর্তার সূত্রে এ তথ্য জানা গেছে।
ওই কর্মকর্তা জানিয়েছেন, ইউক্রেন থেকে আগত এবং বর্তমানে পোলান্ডে অবস্থানরত সব বাংলাদেশির নাম, পাসপোর্ট নম্বর, মোবাইল নম্বর এবং পূর্ণ ঠিকানা সহ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা তৌহিদ ইমাম +৪৯ ১৫৭৭ ৮৬৭৬৩৭৬ এই নাম্বারের হোয়াটসঅ্যাপ একাউন্টে অথবা service.warsaw@mofa.gov.bd ইমেইলে পাঠাতে বলা হয়েছে।
তিনি আরও জানান, এই পরিস্থিতিতে যে যেখানে আছেন সেখানেই অবস্থান করুন। পরিস্থিতি বিবেচনা করে আইসিআরসি আপনাদের সঙ্গে যোগাযোগ করে আপনাদের উদ্ধার করে সুবিধা জনক বর্ডারে পৌছে দেবে।