ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযানের পর থেকেই চিপ তৈরির কাঁচামালের সরবরাহ সংকটে পড়তে যাচ্ছে বলেই শঙ্কা নির্মাতাদের। চিপ তৈরির অন্যতম উপাদান নিয়ন গ্যাসের প্রধান রপ্তানিকারক দেশ হচ্ছে রাশিয়া ও ইউক্রেন।
লেজারের মাধ্যমে চিপের সেমিকন্ডাক্টরে সিলিকনের ক্ষুদ্র অংশগুলোকে জোড়া দেওয়ার প্রক্রিয়ায় লেজার তৈরিতে নিয়ন গ্যাস ব্যবহার করা হয়। রপ্তানিকারক দুটি দেশই যুদ্ধে জড়িয়ে পড়েছে। নিয়ন গ্যাসের বাজারেও তাই ঘাটতি দেখা দিয়েছে।
নিয়ন গ্যাস ছাড়াও প্যালাডিয়ামের সংকট দেখা দেওয়ার শঙ্কাও আছে। অধিকাংশ ইলেকট্রনিক পণ্যে ব্যবহৃত রাসায়নিক যৌগ রাশিয়া সরবরাহ করে থাকে। নিষেধাজ্ঞার কারণে প্যালাডিয়াম সরবরাহ নিয়েও রয়েছে শঙ্কা।
করোনার জন্য বিশ্বজুড়ে দীর্ঘদিন ধরেই চিপ-সংকট চলছে। ইউক্রেন যুদ্ধের কারণে এবার চিপ তৈরির কাঁচামালের সংকট হবে, তা ইন্টেলের পূর্বানুমানে ছিরলো না। বিবৃতিতে বিষয়টি স্বীকারও করেছে চিপ নির্মাতা টেক জায়ান্ট।
গবেষণা প্রতিষ্ঠান ট্রেন্ডফোর্স জানিয়েছে, সেমিকন্ডাক্টর তৈরিতে নিয়ন গ্যাসের ব্যবহার খুব কম। কিন্তু প্রয়োজনীয় কাঁচামাল হিসেবে এর গুরুত্ব অনেক। সরবরাহে ঘাটতি দেখা দিলে বিশ্ব শিল্পেই ব্যাপক নেতিবাচক প্রভাব পড়বে।
যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান ডেলোটির সেমিকন্ডাক্টর বাজার বিশেষজ্ঞ এরিয়েন বুকেলি মতেও পরিস্থিতি খুব জটিলতার দিকে গেছে। ধৈর্য ধরা আর ছাড়া আর কিছু করার নেই বলেও জানিয়েছেন তিনি।
চিপ তৈরি কাচামালে ঘাটতি হলে ডেস্কটপ, ল্যাপটপ ও ট্যাবলেট কম্পিউটার, গেমিং কনসোল, টেলিভিশনের মতো অধিকাংশ চিপ নির্ভর প্রযুক্তি পণ্য উৎপাদনেও ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে।