শিরোনাম
শনি. জানু ৩১, ২০২৬

ইউরোপের করোনা পরিস্থিতি খুবই মারাত্মক হতে যাচ্ছে: ডব্লিউএইচও

ইউরোপে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি জানিয়েছে, অঞ্চলটির পরিস্থিতি খুবই মারাত্মক হতে যাচ্ছে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সংস্থাটির আঞ্চলিক পরিচালত হ্যান্স ক্লুজ বলেছেন, অঞ্চলটিতে নতুন আক্রান্তের সংখ্যা বাড়তে থাকা আসন্ন ভয়াবহতার সংকেত দিচ্ছে। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন’র প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা রেকর্ড পরিমাণে বাড়তে থাকায় ইউরোপীয় সরকারগুলো স্থানীয় পর্যায়ে কঠোর পদক্ষেপ আরোপ করতে যাচ্ছেন। দ্বিতীয় দফা প্রাদুর্ভাব ঠেকাতে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার বিষয়টিও বিবেচনা করছেন তারা।

গত সপ্তাহে ইউরোপে করোনা আক্রান্তের সংখ্যা তিন লাখ ছাড়িয়ে যায়। ডব্লিউএইচও’র আঞ্চলিক পরিচালক হ্যান্স ক্লুজ বলেন, ‘মার্চে ইউরোপে করোনাভাইরাসের সংক্রমণ যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় তখনকার চেয়েও এখন সাপ্তাহিক আক্রান্তের সংখ্যা বেশি হয়ে গেছে।’

ডব্লিউএইচও কর্মকর্তা জানান গত দুই সপ্তাহে ইউরোপের অর্ধেকের বেশি দেশে দশ শতাংশের বেশি হারে আক্রান্ত শনাক্ত হয়েছে। তিনি বলেন, ‘বসন্ত এবং গ্রীষ্মের শুরুতে আমরা কঠোর লকডাউনের ফলাফল পেতে শুরু করেছিলাম। জুন মাসে আক্রান্তের সংখ্যা সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে। তবে সেপ্টেম্বরের আক্রান্তের সংখ্যা আমাদের জন্য সতর্ক বার্তা হওয়া উচিত।’

হ্যান্স ক্লুজ বলেন, যদিও এসব আক্রান্তের সংখ্যা ব্যাপক পরিমাণ পরীক্ষার হিসেবকে প্রতিফলিত করছে তারপরও সংক্রমণের হার এই অঞ্চল জুড়ে সতর্কবার্তা হিসেবে দেখা উচিত।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *