ইতালিতে আক্কাস বেপারী (৩৮) নামের এক প্রবাসী বাংলাদেশি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। শুক্রবার দেশটির সান্তসর্লা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
জানা গেছে, আক্কাস বেপারী ইতালির বোলোনিয়া শহরে বাস করতেন। তার দেশের বাড়ি শরীয়তপুরের ভেদরগঞ্জ। দেশে তার পরিবার আত্নীয়স্বজন রয়েছেন।
তার মৃত্যুতে বোলোনিয়া বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। কমিউনিটির নেতৃবৃন্দরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন সেই সঙ্গে তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।