শিরোনাম
শুক্র. জানু ৩০, ২০২৬

ইতালির বিরুদ্ধে জাতিসংঘের আদালতে জার্মানির মামলা

আন্তর্জাতিক ডেস্ক: ইতালির বিরুদ্ধে জাতিসংঘের সর্বোচ্চ আদালতে মামলা দায়ের করেছে জার্মানি। দেশটির অভিযোগ, রোম নাৎসি যুদ্ধাপরাধের শিকার ব্যক্তিদের জার্মানির কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের বিষয়টিকে প্রশ্রয় দিয়ে আসছে এবং এই দাবি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

শুক্রবার জার্মানি আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত বা ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) এই মামলা দায়ের করে।

আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) দেয়া আবেদনে জার্মানি বলেছে, ২০১২ সালের এক রায়ে ক্ষতিপূরণের দাবি গ্রহণযোগ্য হবে না বলা সত্ত্বেও ইতালি তার অভ্যন্তরীণ আদালতে এ সংক্রান্ত মামলার অনুমোদন দিয়ে আসছে।

ওই রায়ের পর ইতালিতে এ ধরনের ২৫টির বেশি নতুন মামলা হয়েছে, যার কয়েকটির রায়ে ইতালির আদালত জার্মানিকে ক্ষতিপূরণ দিতে বলেছে বলেও জানিয়েছে বার্লিন।

ইতালির বিরুদ্ধে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে জার্মানির এ মামলায় রায় হতে কয়েকবছর পর্যন্ত লাগতে পারে বলেও প্রতিবেদেনে উল্লেখ করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *