শিরোনাম
বুধ. জানু ১৪, ২০২৬

ইন্ডিয়ানদের পর্যটক ভিসা দেওয়া সীমিত করল বাংলাদেশ

বাংলাদেশ ডেস্ক: কলকাতা, মুম্বাই ও চেন্নাইয়ে বাংলাদেশি মিশন থেকে কলকাতা, মুম্বাই ও চেন্নাইয়ে অবস্থিত বাংলাদেশের ডেপুটি হাইকমিশন থেকে ইন্ডিয়ান নাগরিকদের জন্য পর্যটক ভিসা দেওয়া সীমিত করা হয়েছে। এর আগে দিল্লিতে অবস্থিত বাংলাদেশের হাইকমিশন এবং ত্রিপুরার আগরতলা ও আসামের গোহাটিতে অবস্থিত ডেপুটি হাইকমিশন থেকেও একই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বুধবার (৭ জানুয়ারি) রাতে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয় এবং বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকেই তা কার্যকর হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ব্যবসায়িক ও কর্মসংস্থান ভিসা ছাড়া অন্য সব ধরনের ভিসা ইস্যু বন্ধ রাখা হয়েছে। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, নিরাপত্তা বিবেচনা এবং বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান উত্তেজনার কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশে অবস্থিত চারটি ইন্ডিয়ান ভিসা কেন্দ্রে ভাঙচুরের ঘটনা ঘটে। ওই সময় ঢাকায় ভিসা সেন্টারের সামনেও বিক্ষোভ দেখা যায়। এর পরিপ্রেক্ষিতে ভারত কয়েক দিনের জন্য বাংলাদেশে ভিসা কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ রাখে।

পরবর্তীতে ভিসা সেন্টারগুলো আংশিকভাবে চালু হলেও মেডিকেল ভিসা ও কিছু জরুরি প্রয়োজন ছাড়া অন্যান্য ভিসা ইস্যু বন্ধ রাখে ইন্ডিয়ান কর্তৃপক্ষ। বর্তমানে বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় পর্যটক ভিসা পুরোপুরি বন্ধ রয়েছে। এই প্রেক্ষাপটেই বাংলাদেশও ইন্ডিয়ান নাগরিকদের পর্যটক ভিসা সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *